#জলপাইগুড়ি: ক্রেতাদের মধ্যে দূরত্ব ঠিক করে দেওয়ার পর এবার ব্যবসায়ীদের দোকান দেওয়ার ক্ষেত্রে দূরত্ব ঠিক করে দিল জলপাইগুড়ির ধুপগুড়ি পৌরসভা। একটি দোকানের থেকে আরেকটি দোকানের দূরত্ব কম করে ৩ ফিট রাখতে হবে৷ এমনটাই নির্দেশ দিয়েছে পৌরসভা ৷ পুরসভা, পুলিশের তরফে নির্দিষ্ট করে দাগ কেটে দোকানের জায়গা ঠিক করে দেয়া হয়েছে। সকাল থেকেই পুরসভার ভাইস-চেয়ারম্যান রাজেশ কুমার সিং, ধুপগুড়ি থানার পুলিশ আধিকারিকরা বিভিন্ন ফুটপাত ব্যবসায়ীদের দোকানের মধ্যেও নির্দিষ্ট দূরত্ব ঠিক করে দিয়েছেন। যাতে একটি দোকানের সঙ্গে আরেকটা দোকান কোনভাবে লেগে না থাকে।
এর আগে ওষুধের দোকানে বা রেশন দোকানে মাল দেওয়ার ক্ষেত্রে ক্রেতাদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব ঠিক করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক বিভিন্ন জায়গায় লক্ষণ রেখা টেনে দিতে দেখা গেছে পুলিশ এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের। এবার ফুট ব্যাবসায়ীদের দোকান দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট দুরুত্ব ঠিক করে দেওয়া হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, Social Distancing