হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বনগাঁ থানার উদ্যোগে নিজেরাই স্যানিটাইজার বানিয়ে বিলি করলো পুলিশকর্মীরা

বনগাঁ থানার উদ্যোগে নিজেরাই স্যানিটাইজার বানিয়ে বিলি করলো পুলিশকর্মীরা !

অফিস আসার সময় পাবলিক প্লেসে সাবধান হতে হবে ৷ কোনও জিনিস ছুঁলে সঙ্গে সঙ্গে হাত ধোওয়া বা স্যানিটাইজ করা প্রয়োজন ৷

অফিস আসার সময় পাবলিক প্লেসে সাবধান হতে হবে ৷ কোনও জিনিস ছুঁলে সঙ্গে সঙ্গে হাত ধোওয়া বা স্যানিটাইজ করা প্রয়োজন ৷

বাজারে পাওয়া যাচ্ছে না স্যানিটাইজার। সে কারণেই বনগাঁ থানার আইসি মানস চৌধুরীর উদ্যোগে থানার একটি ঘরের মধ্যেই তৈরি করা হচ্ছে স্যানিটাইজার।

  • Last Updated :
  • Share this:

#বনগাঁ:  যে রাঁধে সে চুলও বাঁধে। বনগাঁ থানার পুলিশ সেটাই করে দেখালো । ২৪ ঘন্টা ডিউটির মধ্যে দিয়েই করোনা থেকে বাঁচতে নিজেদের উদ্যোগে মেডিকেটেড অ্যালকোহল অ্যালোভেরা, মেডিকেটেড পাউডার, গ্লিসারিন দিয়ে স্যানিটাইজার বানিয়ে ছোট ছোট বোতলে ভরছে সিভিক ভলেন্টিয়াররা l তাদের সঙ্গে সহযোগিতা করছেন পুলিশকর্মীরা।

বাজারে পাওয়া যাচ্ছে না স্যানিটাইজার। সে কারণেই বনগাঁ থানার আইসি মানস চৌধুরীর উদ্যোগে থানার একটি ঘরের মধ্যেই তৈরি করা হচ্ছে স্যানিটাইজার। এভাবেই বনগাঁ থানার উদ্যোগে স্যানিটাইজার বানিয়ে বিলিবন্টন শুরু করলো পুলিশকর্মীরা l শনিবার মতিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাসচালক ও সাধারণ মানুষের হাতে মাস্ক সেনিটাইজার তুলে দেয়া হয় পুলিশের পক্ষ থেকে। আইসি মানস চৌধুরী বলেন" করোনা আতঙ্ক রয়েছে । বাজারে স্যানিটাইজার মিলছে না। নিজেদের বানানো স্যানিটাইজার ও মাস্ক সাধারণ মানুষ ও গাড়ি চালকদের মধ্যে বিলির কাজ শুরু করলাম নিজেদের উদ্যোগে l" তাদের এই কাজকে সকলেই প্রশংসা করছেন।

Published by:Piya Banerjee
First published:

Tags: Bongaon, Coronavirus, Police