#ত্রিপুর: তামিলনাড়ুর ত্রিপুর জেলায় সাজা দেওয়ার আজব পদ্ধতি নিয়েছে তামিল পুলিশ। লকডাউন ভেঙে কেউ বাইরে বেরোলে প্রথম হাত দেখিয়ে দাঁড় করিয়ে তাঁরা জানতে চাইছেন, ‘কেন বাইরে বেরিয়েছেন?’ সদুত্তর দিতে না পারলেই ব্যাস, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে সোজা চালান করে দেওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্সের ভিতর করোনা আক্রান্ত সেজে শুয়ে আছেন একজন। আর সেখানেই আটকে দেওয়া হচ্ছে আইনভঙ্গকারীদের। নেটিজেনরা দেখে বলছেন, ‘উচিত শাস্তি হয়েছে।’
অকারণে রাস্তায় বেরিয়ে পড়ছেন প্রয়োজনীয় মাস্ক বা গ্লাভস ছাড়াই। তাই পুলিশকেও হয়রান হতে হচ্ছে। নানা ভাবে সচেতন করার চেষ্টা করেও লাভ হচ্ছে না। তাই তামিলনাড়ুর পুলিশ মানুষকে ভয় পাওয়াতে নিয়েছেন নতুন ব্যবস্থা। আর সেই দাওয়াইয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুলিশ ধরে বেঁধে লকডাউন ভঙ্গকারীদের অ্যাম্বুলেন্সের ভিতর আটকে দিচ্ছেন এই ভয় দেখিয়ে যে অ্যাম্বুলেন্সে করোনা আক্রান্ত আছেন। সাজানো করোনা রোগী দেখে তখন নাকের জলে চোখের জলে অবস্থা আক্রান্তদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Lockdown, Tamilnadu, Tamilpolice