# সোনারপুর : করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রাক্তন পুলিশকর্মীর। আর মৃত্যুর পর দীর্ঘসময় ধরে দেহ পড়ে রইলো বাড়িতে। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরের চম্পাহাটিতে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ দিন ধরে ওই প্রাক্তন পুলিশকর্মী অসুস্থ ছিলেন। ১ সেপ্টেম্বর তাঁর করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকেই তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকাল ছটা দশ নাগাদ তাঁর মৃত্যু হয়। প্রাক্তন পুলিশকর্মীর পরিবারের অভিযোগ, মৃত্যুর পর দীর্ঘ সময় কেটে গেলেও, মৃতদেহ দাহ করার জন্য কেউই এগিয়ে আসেননি। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ওই প্রাক্তন পুলিশকর্মীর স্ত্রী, পুত্র ও পুত্রবধু ঘরের বাইরে উঠোনে বসে ছিলেন।
এই খবর সম্প্রচার শুরু করে নিউজ এইট্টিন বাংলা তারপরেই তড়িঘড়ি প্রশাসনের তরফ থেকে শববাহী গাড়ি পাঠানো হয় বাড়িতে সন্ধ্যা সাতটা নাগাদ মৃতদেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে তারপর সৎকার্যবাদ
পুলিশ সূত্রে খবর মৃতদেহ সৎকারের জন্য ডেট সার্টিফিকেট জোগাড় করতে দেরি হয়েছে তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন কোন পারসোনাল ডাক্তার তাকে দেখছিলেন না যে কারণে ডেট সার্টিফিকেট পেতে সমস্যা হচ্ছিল
শেষ পর্যন্ত ১৩ ঘণ্টা পর প্রশাসনের উদ্যোগে ওই প্রাক্তন পুলিশকর্মীর মৃতদেহ দাহ করা হয়।
Arpan Mondal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corornavirus, Sonarpur