#ইসলামপুর: পুলিশ দিবসে ইসলামপুর মহকুমা হাসপাতালে রোগীও তাদের আত্মীয়দের হাতে মাক্স ও স্যানিটাইজার তুলে দিলেন কলকাতা পুলিশের কনষ্টেবল বাপন দাস। এদিন ইসলামপুর মহকুমা হাসপাতালের বাইরে দাঁড়িয়ে রোগী এবং রোগীর পরিবারকে এই করোনা প্রতিরোধ সামগ্রী তুলে দেন তিনি।
এবারে নিজের বাইককে সঙ্গী করে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে ছুটছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। পুলিশ কর্মী বাপন দাস বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যে পুলিশ দিবস পালন করা হচ্ছে। পুলিশ কর্মীরা সারা বছর মানুষের সেবা করে চলেছে। বিশেষ করে করোনার সময় একেবারে সামনের সারি থেকে কাজ করছেন তারা৷ বাপনের কথায়, আজ থেকে ৪০ বছর আগে ইসলামপুর মহকুমা হাসপাতালে আমি জন্ম নিয়েছিলাম। তাই আজকে ইসলামপুর মহকুমা হাসপাতালে রোগী ও তাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদেরকে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে একটু সাহায্য করছি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, North bengal news