হোম /খবর /করোনা ভাইরাস /
বাড়িয়ে দিলেন সাহায্যের হাত, পেশাদারিত্বের পোশাক ছেড়ে একেবারে মানবিক মুখ

পুলিশ ও ব্যবসায়ীরা বাড়িয়ে দিলেন সাহায্যের হাত, পেশাদারিত্বের পোশাক ছেড়ে একেবারে মানবিক মুখ

সকাল সাতটা সন্ধ্যা ৬ টা পর্যন্ত পরিষেবা চালু থাকবে

  • Share this:

#রায়গঞ্জ: রায়গঞ্জ পুলিশ জেলা এবং রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে বিকল্প বন্ধু পরিষেবা চালু করছে ।আগামীকাল থেকে এই পরিষেবা চালু হবে।সকাল সাতটা সন্ধ্যা ৬ টা পর্যন্ত পরিষেবা চালু থাকবে।

সারা বিশ্বে করোনা ভাইরাসের মত মারন ভাইরাসের থাবা বসিয়েছে।ভারতবর্ষ  এই ভাইরাসে আক্রান্ত।দেশ জুড়ে চলছে লকডাউন।মানুষ ঘরে বসে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করার ডাক দিয়েছে প্রধানমন্ত্রী।লকডাউনের কারনে গন পরিবহন ব্যবস্থা বন্ধ। অটো,টোটো, রিক্সা সমস্ত কিছু বন্ধ আছে।প্রবীন নাগরিক এবং প্রতিবন্ধী নাগরিকদের নিত্য প্রয়োজনীয় ওষুধ,খাদ্য সামগ্রী সংগ্রহ করতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।লকডাউন পিরিয়ডের দিনগুলোতে পুলিশ প্রশাসন রাস্তায় থেকে তা অনুভব করেছেন। তাই তাদের কাছে ওষুধ,খাদ্য সামগ্রী পৌছে দেওয়া এবং তাদের  ব্যাঙ্ক,পোষ্ট অফিস এবং হাসপাতালে চিকিৎসার যাতায়াতের  সু - ব্যবস্থা করা।

কোন স্বেচ্ছাসেবীরা প্রয়োজনে  জনসাধারনের জন্য পরিবহনের ব্যবস্থা এমনকি খাদ্য,ওষুধ ইত্যাদি  পৌছানোর জন্য পরিষেবা পাবেন।যে সমস্ত নাগরিক প্রায়ই ইনসুলিনের মতো  দরকারী ইনজেকশন কোন  হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে নিচ্ছেন,যে সকল শিশুদের নিয়মিমাফিক টীকাকরনের জন্য হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাবেন এবং  যাদের পোষ্ট সার্জিক্যাল এপোর্টমেন্ট আছে তাদের যাতায়াতাদের ব্যবস্থা করা।

রায়গঞ্জ পুলিশ জেলা এই পরিষেবা প্রদানের জন্য পাঁচটি গাড়ির ব্যবস্থা করেছে।পুলিশ কন্ট্রোল রুমে ফোন করলেই বিনামূল্যে এই পরিষেবা পাবেন নাগরিকরা।কন্ট্রোল রুমের নম্বরঃ ৮৩৭০৯৫৪৫৪৩।যে উদ্দেশ্যে আপনার  যানবাহন দরকার উক্ত নথি এবং আপনার ঠিকানা কন্ট্রোল রুমে জানাতে হবে। প্রথম পরিষেবা পবার সাতদিন পর দ্বিতীয় পরিষেবা গ্রহন করার সুযোগ পাবেন।

রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী জানিয়েছেন,পুলিশ প্রশাসনকে সংগে নিয়ে ব্যবসায়ীরা এই পরিষেবা চালু করতে চলছে। রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন গাড়ির ব্যবস্থা করছে।পুরো প্রক্রিয়াটি   চালু রাখবে পুলিশ প্রশাসন। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে।তবে এমন কোন ব্যাক্তি করোনা রোগের  উপসর্গ দেখা দিয়েছে,যে সকল  ব্যাক্তি হৃদরোগে ভূগছেন,হাত পা ভাঙা রোগী এবং রক্তাক্ত রোগী যাদের জরুরী চিকিৎসা প্রয়োজন,এমন কোন ব্যাক্তি যিনি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন, কোন প্রসবকালীন গর্ভবতি মহিলা এবং এই ধরনের  যাদের দ্রুত চিকিৎসার প্রয়োজন আছে তাদেরকে এই পরিষেবার আওতায় আনা হবে না  বলে মার্চেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক জানিয়েছেন। এই পরিষেবা চালু হলে প্রবীন নাগরিকরা ব্যপক উপকৃত হবেন বলে করেন প্রবীন নাগরিক মঞ্চের নেতা গোপাল নন্দী।তিনি জানান, লকডাউনের কারনে বৃদ্ধদের ওষুধ কিনতে বাইরে বের হতে হচ্ছে।অটো, টোটো রাস্তায় না থাকার কারনে পায়ে হেটে তাদের সেগুলো সংগ্রহ করতে হচ্ছে। দোকান বা বাজার করে ফিরে তারা অসুস্থতা বোধ করছেন।এছাড়াও রায়গঞ্জ মহুকুমায় এই পরিষেবা চালু হবার খুশী সাধারন মানুষ।

Uttam Paul

Published by:Debalina Datta
First published:

Tags: Lockdown, Raiganj, লকডাউন