#নয়াদিল্লি: এই নিয়ে চতুর্থ বার। করোনা সংক্রমণের আবহে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিতে চলেছেন নরেন্দ্র মোদি। পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়েছেন, স্বাস্থ্যকর্মীদের উজ্জীবীত করতে করতালির কথা বলেছেন। বলেছেন প্রদীপ জ্বালিয়ে করোনার বিরুদ্ধে মহাশক্তি জাগ্রত করতেও বলেছেন? কিন্তু এবার কী? আশা আকাঙ্খার দোলাচলে রীতিমতো দেশবাসী। লকডাউন কী আরও বাড়বে?
মঙ্গলবার সকাল ১০টার বক্তৃতায় যে বিষয়গুলি উঠে আসতে পারে বলে বিভিন্ন মহলে জল্পনা-
১ লকডাউনের ২১ দিন শেষ। এখন তিনি আনুষ্ঠানিক ভাবে মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করতে পারেন।
২দেশের অর্থনীতির অবস্থা বেহাল। সে কথা মাথায় রেখে কিছু বিষয়ে শিথিলতা দেখাতে পারেন।
৩ সূত্রের খবর, কারখানাগুলিতে কাজের অনুমতি মিলতে পারে। তবে তা শর্তসাপেক্ষ। বেঁধে দেওয়া হবে শ্রমিক সংখ্যা। নিয়ন্ত্রণ থাকবে ঢোকা বের হওয়ায়।
৪ নন স্টপ ট্রেন চালু হতে পারে। অর্থাৎ এই ট্রেনগুলি কৃষিপণ্য এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় পৌছে দেবে।
৫ কাজের অনুমতি মিলতে পারে গাড়ি শিল্পে।
৬ অনুমতি মিলতে পারে বৈদ্যুতিন শিল্পেও।
৭ চটকল চালু করার অনুমতি মিলতে পারে।
৮ বহু ছোট ও মাঝারি শিল্পের কারখানা বন্ধ হয়ে রয়েছে। শর্তসাপেক্ষভাবে চালু হতে পারে সেগুলিও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus