#নয়াদিল্লি: দেশের করোনা হটস্পট দিল্লির নিজামুদ্দিন। কেন্দ্রের দাবি, রাজধানীর ধর্মীয় সমাবেশের কারণেই আরও দ্রুতগতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আজ ধর্মগুরুদের সচেতন হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
লকডাউন দেশ। তা সত্বেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও পঞ্চাশ পেরিয়ে গিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির জন্য দিল্লির নিজামুদ্দিন দরগার ধর্মীয় সমাবেশকে অনেকটাই দায়ী করছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ধর্মগুরুদের উদ্দেশে ঘুরিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে নামিয়ে ইতিমধ্যেই দিল্লির মরকজ নিজামুদ্দিন এলাকা খালি করিয়ে দিয়েছে কেন্দ্র। এখন খোঁজ চলছে মৌলানা সাদ কান্ধালভির। দেশজুড়ে করোনা আতঙ্কের মধ্যে রাজধানীতে ধর্মীয় সমাবেশ আয়োজনের জন্য, এই মৌলানাই মূল অভিযুক্ত।
নজরে মৌলানা
- বছর ৫৬-র মৌলানা সাদ কান্ধালভি তাবলিগ-ই- জামাতের প্রধান - তাবলিগ-ই- জামাতের প্রতিষ্ঠাতা মৌলানা মহম্মদ ইলিয়াসের নাতি কান্ধালভি - ২২৪টি দেশে তাঁর ১০০ কোটিরও বেশি ভক্ত রয়েছেন
২৮ মার্চ থেকে পুলিশের খাতায় ফেরার কান্ধালভি। তারপর থেকেই দেশজুড়ে মৌলানাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। দেশে করোনা আক্রান্তের সংখ্যা একধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়ে, এখনও অন্তরালে মৌলানা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।