#নয়াদিল্লি: আরও একবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৭ এপ্রিল আগের মতোই ভিডিও কনফারেন্স পদ্ধতিতে কেন্দ্র-রাজ্য বৈঠক হবে। সূত্রের খবর, রাজ্যগুলির হালহকিকত জানা এবং লকডাউন তোলার পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে।
গত ১১ এপ্রিল ১৩ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে অধিকাংশ মুখ্যমন্ত্রী লকডাউন বাড়িয়ে নেওয়ার পক্ষে রায় দেন। পর্যবেক্ষকরা মনে করছিলেন, ২০ এপ্রিল পর্যন্ত বাড়বে লকডাউন। কিন্তু প্রধানমন্ত্রী ১৪ এপেরিল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে মেয়াদ আরও প্রলম্বিত করেন। তিনি ৩ মে পর্যন্ত সময় চেয়ে নেন।
পাশাপাশি ধীরে ধীরে ছাড়ও দেওয়া হয় কিছু ক্ষেত্রে। সচল রাখতে বলা হয় কৃষিক্ষেত্রকে। স্বাস্থ্যপরিষেবায় ছাড় দেওয়া হয়।ছাড় দেওয়া হয় পণ্য পরিবহণ, পেট্রোল পাম্প, ডাক পরিষেব, এটিএম-এ। কিন্তু জরুরি পরিষেবা মিললেও, কার্যত ঘরে বসে আছে কয়েক কোটি ভারতীয়।
এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের পরিমাণ ২০ হাজার ছাড়িয়েছে। পশ্চিমী দেশগুলির থেকে অবস্থা তুলনামূলক ভাল হলেও উদ্বেগ ঝেড়ে ফেলা যাচ্ছে না। আবার লকডাউন আরও বাড়ালে দেশের অর্থনীতির জন্যে তা খুব একটা সুখপ্রদ হবে না। পর্যবেক্ষকদের মত, এই অবস্থায় আরও একবার রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর পরামর্শ নিতে চাইছেন প্রধানমন্ত্রী। সরেজমিনে পরিস্থিতি বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, Lockdown, Mamata Banerjee, Narendra Modi, করোনা ভাইরাস