হোম /খবর /দেশ /
পাঁচটি স্তম্ভ ভিত্তি করে দিনবদলের ডাক, বিরাট প্যাকেজ ঘোষণা মোদির

পাঁচটি স্তম্ভ ভিত্তি করে দিনবদলের ডাক, অর্থনীতিতে জোয়ার আনতে বিরাট প্যাকেজ ঘোষণা মোদির

পাঁচটি স্তম্ভকে শক্তিশালী করে লড়াইয়ের ডাক প্রধানমন্ত্রীর।

পাঁচটি স্তম্ভকে শক্তিশালী করে লড়াইয়ের ডাক প্রধানমন্ত্রীর।

এই প্রগতির বাস্তবায়নের জন্যেই প্ৰধানমন্ত্রীর নতুন তথা দ্বিতীয় দফার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন যার নাম, আত্মনির্ভর ভারত অভিযান।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: আরও একবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায় এবার উঠে এল ঘুরে দাঁড়ানো দাওয়াই। আত্মশক্তিতে বলীয়ান হয়ে বিশ্বব্যবস্থার চালিকা শক্তি হয়ে ওঠার ডাক দিলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, বিপদকে সুযোগে পরিণত করার সময় এসেছে। আর্থিক ব্যবস্থাকে পুনরুজ্জীবীত করতে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলেন তিনি।

মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেন, "দীর্ঘকাল ধরে গৌরবান্বিত ইতিহাস। সময় বদলেছে, দেশ পরাধীন হয়েছে। আজ বহুকাল পরে বিকাশ দেখছে ভারত। তখনই বিপদের মুখোমুখি হতে হয়েছে। এই বিপদকে সুযোগে বদলে ফেলতে হবে।" তিনি তুলে আনেন গুজরাতের ভূমিকম্পের উদাহরণ। বলেন," আমি কচ্ছ্বের ভূমিকম্প দেখেছি। দেখে মনে হত কচ্ছ্ব মৃত্যুপুরী। ভাবিনি সব বদলাবে। কিন্তু কচ্ছ্ব বদলেছে। আমরা যদি সিদ্ধান্ত নিই, তবে আমরা তা সাকার করবই।"

কিন্তু কোন পথে সাকার হবে স্বপ্ন? প্রধানমন্ত্রী পাঁচটি স্তম্ভের কথা বলছেন।তাঁর কথায় আমাদের প্রথম স্তম্ভ অর্থনীতি।দ্বিতীয় পরিকাঠামো,তৃতীয় স্তম্ভ আমাদের ব্যবস্থাপনা যা প্রযুক্তিভিত্তিক। চতুর্থ স্তম্ভ জনসংখ্যা এবং পঞ্চম স্তম্ভ চাহিদা। তাঁর যুক্তি দেশে চাহিদা বাড়াতে আমাদের চাহিদে জোগানের শৃঙ্খল  আরও জোরদার করতে হবে।

এই প্রগতির স্বপ্নের বাস্তবায়নের জন্যই প্ৰধানমন্ত্রীর নতুন তথা দ্বিতীয় দফার  আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন যার নাম- আত্মনির্ভর ভারত অভিযান। আগে রিজার্ভ ব্যাঙ্ক যে প্যাকেজ দিয়েছিল আর এই প্যাকেজ মিলে  মোট ২০ লক্ষ কোটি টাকার অনুদান ঘোষিত হল। প্রধানমন্ত্রীর কথায়, এই প্যাকেজ ভারতের জিডিপির দশ শতাংশ। এর মধ্যমে দেশের প্রতিটি বর্গ সহায়তা পাবে। ২০২০ তে বিকাশযাত্রাকে গতি দেবে এই ২০ লক্ষ কোটি টাকা।

Published by:Arka Deb
First published:

Tags: Coronavirus, Narendra Modi, PM Narendra Modi