#নয়াদিল্লি: কোভিড (Covid-19 Situation ) নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) একহাত নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ হিন্দিতে একটি ট্যুইট করে রাহুল লিখেছেন, "টিকা, অক্সিজেন ও ওষুধের মতোই প্রধানমন্ত্রীও নিখোঁজ ৷ আর অবশিষ্ট হিসেবে যেগুলি রয়ে গিয়েছে তা হল সেন্ট্রাল ভিস্তা (Central Vista) প্রকল্প, ওষুধের উপর জিএসটি এবং এখানে সেখানে প্রধানমন্ত্রীর ছবি ৷"
দেশের কোভিড পরিস্থিতি নিয়ে প্রায় রোজই কেন্দ্রের সমালোচনায় মুখর হন রাহুল গান্ধি ৷ কেন্দ্রীয় নীতির ব্যর্থতার কারণেই দেশে করোনাভাইরাস ভয়াবহ আকার নিয়েছে বলে বারবার অভিযোগ করেছেন তিনি৷ সেই অস্ত্রেই শান দিয়ে ফের একবার কোভিড প্রসঙ্গে মোদিকে আক্রমণ করলেন রাগা ৷
वैक्सीन, ऑक्सीजन और दवाओं के साथ PM भी ग़ायब हैं। बचे हैं तो बस सेंट्रल विस्टा, दवाओं पर GST और यहाँ-वहाँ PM के फ़ोटो।
— Rahul Gandhi (@RahulGandhi) May 13, 2021
গঙ্গায় শবদেহ ভেসে যাওয়া নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছেন কংগ্রেসের মুখ্য মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা ৷ তিনি ট্যুইটে লিখেছেন, "এই নতুন ভারতে কী সময় এল, নদীতে ভেসে যাওয়া মৃতদেহগুলিও সরকার দেখতে পাচ্ছে না ৷ লজ্জা..."
এদিকে, দেশজুড়ে ক্রমেই ভয়ংকর হচ্ছে করোনা পরিস্থিতি৷ ফের একদিনে চার হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশে ৷ দু দিন দৈনিক সংক্রমণ কিছুটা কম থাকলেও সেটাও বেড়েছে ৷ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩.৬২ লক্ষেরও বেশি মানুষ ৷ কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে আরও ৪,১২০ জনের ৷ গতকালই দেশজুড়ে সর্বাধিক ৪২০৫ জন করোনায় মারা গিয়েছেন ৷
এই পরিস্থিতিতে গতকালই চিঠি দিয়ে অবিলম্বে করোনা অতিমারী সামাল দিতে কেন্দ্রীয় সরকারকে একযোগে পরামর্শ দেয় বিরোধীরা ৷ তাদের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন ১২ টি বিরোধী দলের নেতা৷ তালিকায় নাম রয়েছে সনিয়া গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্ট্যালিন, সীতারাম ইয়েচুরি, উদ্ধব ঠাকরে, এইচ ডি দেবগৌড়া, শরদ পাওয়ারের মতো বিরোধী নেতারা৷ চিঠিতে অভিযোগ করা হয়েছে, গত কয়েক মাস ধরে ক্রমাগত বিরোধীদের পরামর্শ উপেক্ষা করেছে সরকার৷ যা জেরে এমন ধ্বংসাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে দেশের মানুষ৷ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে একযোগে মূলত ৯টি পরামর্শ মানার দাবি জানিয়েছেন বিরোধীরা৷ যার মধ্যে রয়েছে, দেশের প্রত্যেককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া, ভ্যাকসিন কেনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা, সেন্ট্রাল ভিস্তা প্রকল্প বন্ধ করে সেই অর্থে ভ্যাকসিন, অক্সিজেন কেনার মতো দাবি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: PM Narendra Modi, Rahul Gandhi