#নয়াদিল্লি: করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে আবার মুখ্যমন্ত্রীদের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী । 27 জুলাই, আগামী সোমবার হবে এই বৈঠক ।এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।
প্রধানমন্ত্রীর ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেই অনুরোধ জানানো হয়েছে কেন্দ্রের তরফে । সূত্রের খবর, ওই দিন সকাল সাড়ে দশটার সময় হবে ওই বৈঠক । ওইদিন রাজ্য গুলির করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি তিনটি রাজ্যকে কিট ও অন্যান্য সরঞ্জাম তুলে দেবেন প্রধানমন্ত্রী ।
ওইদিনই ভার্চুয়াল বৈঠক থেকেই আনুষ্ঠানিক ভাবে এই কিট প্রদান অনুষ্ঠান হবে ।ইতিমধ্যেই করোনা বিধি মেনে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র ।যেখানে কোভিড যোদ্ধাদের সম্মান জানানোর পরামর্শ দেওয়া হয়েছে সব রাজ্য গুলিকে । পাশাপাশি অনুষ্ঠান সংক্ষিপ্ত করারও পরামর্শ দেওয়া হয় ওই নির্দেশিকায় । দেশের করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের । এক্ষেত্রে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের এই সভায় কোন কোন বিষয়ে আলোকপাত করা হয় । সে দিকেই তাকিয়ে সব মহল ।
Sourav Guha
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, PM CM Meet