#নয়াদিল্লিঃ লক ডাউন সত্ত্বেও দিনের পর দিন দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যু। এমতাহবস্থায় মঙ্গলবার ২১ দিনের লকডাউনের মেয়াদ শেষের কথা থাকলেও তা কি আদৌ শেষ হবে! এই মুহূর্তে এই প্রশ্ন ঘোরাফেরা করছে দেশবাসীর মনে। লক ডাউনের মেয়াদ আরও বাড়বে নাকি ১৪ এপ্রিলেই শেষ হবে, তা রবিবার জাতির উদ্দেশ্য ভাষণে জানাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন তিনি।
তবে বিশেষজ্ঞদের মতে, দেশের করোনা পরিস্থিতি যে পর্যায়ে রয়েছে, তাতে এখনই লক ডাউন উঠে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে লক ডাউন যে বাড়তে পারে তার ইঙ্গিত মিলেছে সর্বদল বৈঠকেও। সেখানে প্রধানমন্ত্রী লক ডাউন বাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে লকডাউন বাড়লেও এবার কিছু কিছু ছাড় দেওয়া হতে পারে। যদি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান এখনই খোলা হবে না বলে সূত্রের খবর।
এদিকে, লক ডাউনের ফলে অর্থনীতি যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহস্পতিবারই সতর্ক করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। করোনা সংক্রমণের জেরে যে ক্ষেত্রগুলি সবচেয়ে ক্ষতির মুখে, তার মধ্যে অন্যতম অসামরিক বিমান পরিবহণ। সেক্ষেত্রে খতির বোঝা কমাতে মাঝের সিট খালি রেখে কোনও কোনও রুটে বিমান চলাচল শুরু হতে পারে।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুসারে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৬৪১২–তে। আর মৃতের সংখ্যা ১৯৯। আক্রান্তদের মধ্যে ৫৭০৯–টি অ্যাক্টিভ কেস রয়েছে। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫০৩ জন। গতকাল, অর্থাৎ ৯ এপ্রিল সর্বোচ্চ করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। একদিনে দেশে ৮০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে ৪৬ জনের মৃত্যু হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: COVID-19, Lockdown, Narendra Modi