পুনে: নিয়ন্ত্রণে আসার পরেও ফের দাপট দেখাচ্ছে করোনা৷ মারণ ভাইরাসের নতুন রূপটি দেশের কয়েকটি রাজ্যে খুব দ্রুত হারে ছড়িয়ে পড়ছে৷ দেশ ও বিশ্ব জুড়ে করোনা টিকার এক বিরাট চাহিদা তৈরি হয়েছে৷ সকলেই তাকিয়ে রয়েছে ভারতের দিকে৷ এমন সময় সিরাম ইনস্টিটিউটের (Serum Institute) সিইও আদর পুনাওয়ালা (Adar Poonawalla) বলছেন ,করোনা টিকা সরবরাহের জন্য সময় লাগবে, তিনি ধৈর্য্য ধরার জন্যই অনুরোধ করলেন রবিবার সকালে ট্যুইট করে৷
পুনাওয়ালা এদিন ট্যুইট করে লেখেন, "আমি জানি সকলেই কোভিশিল্ড সরবরাহের জন্য অপেক্ষারত৷ প্রতিটি দেশ ও সরকারকে আমার বিনীত অনুরোধ, দয়া করে ধৈর্য্য ধরুন৷ সিরাম ইন্ডিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে যে, ভারতের কোভিশিল্ডের বিরাট চাহিদাকে অগ্রাধিকার দিয়ে বাকি বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সরবারহ করার জন্য৷ আমরা নিজেদের সেরাটুকু দিয়ে চেষ্টা করছি৷"
Dear countries & governments, as you await #COVISHIELD supplies, I humbly request you to please be patient, @SerumInstIndia has been directed to prioritise the huge needs of India and along with that balance the needs of the rest of the world. We are trying our best.
— Adar Poonawalla (@adarpoonawalla) February 21, 2021
কয়েক মাস আগেই পুনাওয়াল রূপকথার সওদাগর হয়ে উত্তীর্ণ হয়েছিলেন৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ-সুইডিশ ফার্ম অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে আদরের সিরাম ইনস্টিটিউট কাঁধে কাঁধ মিলিয়ে করোনা টিকা কোভিশিল্ড তৈরি করে৷ এই টিকাকেই দেশের প্রথম করোনার প্রতিষেধক হিসেবে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র। পুনাওয়াল জানিয়ে ছিলেন যে, চলতি বছর মার্চের মধ্যেই কোভিশিল্ডের প্রায় ১০ কোটি ডোজ বিতরণ করা হবে। ইতিমধ্যেই ৫ কোটি ডোজ তৈরি করে ফেলেছে ভারতীয় এই সংস্থা। পুনাওয়ালা আরও বলেছিলেন, তাঁদের সংস্থা প্রতি মিনিটে প্রায় ৫ হাজার ডোজ তৈরি করতে সক্ষম। এই মুহূর্তে চাহিদা আরও বেড়েছে৷