#বার্লিন: কবে আসে করোনার টিকা? এই একটা প্রশ্নের উত্তরের জন্যই অপেক্ষা করছিল গোটা বিশ্ব৷ একাধিক পরিকল্পনা, ট্রায়াল ও ড্রাই রানের পর অবশেষে ইউরোপের বহু দেশে করোনার টিকাকরণ শুরু হয়েছে গত রবিবার থেকে৷
এটাই আশার আলো দেখাচ্ছে বাকি দেশগুলিকে৷ কোভ্যাকসিন আসার আনন্দে দক্ষিণ জার্মানির এক পাইলট অভিনব ভাবে উদযাপন করলেন৷ মাঝ আকাশে তিনি বিমান ওড়ালেন এবং সিরিঞ্জের আকৃতিতে নিজের যাত্রাপথকে বাঁধলেন৷
জার্মানির এই পাইলটের নাম স্যামি ক্রেমার৷ তিনি একটি নীল-সাদা ডায়মন্ড ডিএটোয়েন্টি এক প্রপেলর যুক্ত বিমান নিয়ে ফিদিরসহাফেন থেকে উলমে চক্কর কাটলেন৷ এক ঘণ্টার কিছু বেশি সময়ে তিনি ২০০ কিলোমিটার পথ অতিক্রম করলেন৷ ৫০০০ ফুট উচ্চতায় গিয়ে ৭০ কিলোমিটার লম্বা এক সিরিজ্ঞ আকৃতির পথ তৈরি করলেন৷ তাঁর এই ভিডিও এখন ভাইরাল৷ এমনই রিপোর্ট দ্য ডেইলি মেইলের৷
Earlier this week, a pilot in Germany took to the skies to celebrate the availability of a #COVID19 vaccine. https://t.co/VQCzEjIz8a pic.twitter.com/RPAJx74YfA
— Flightradar24 (@flightradar24) December 27, 2020
ফিজার করোনা টিকা নিয়ে মানুষকে আরও সচেতন করতেই স্যামির এই অভিযান৷ তিনি বলছেন, "এখনও অনেকে করোনা টিকাকরণের বিরোধিতা করছেন৷ কিন্তু আমার এই কীর্তি তাঁদেরকে বিষয়টা মনে করিয়ে দেওয়ার জন্য যে, করোনার টিকা আমাদের কাছে স্বস্তির বার্তা নিয়ে এসেছে৷ করোনার জন্য আমাদের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি বড় রকমের ধাক্কা খেয়েছে৷"
অন্যদিকে জানা যাচ্ছে যে, ফাইজারের পরে করোনার প্রতিষেধক মডার্নাকেও জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিয়েছিল আমেরিকা। সেই প্রতিষেধক নিয়েই বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন আমেরিকার এক চিকিৎসক। জরুরি ভিত্তিতে স্বাস্থ্যকর্মীদের মডার্নার প্রয়োগ শুরু হলে তিনিও তাতে অংশ নিয়েছিলেন। কিন্তু এই টিকা নেওয়ার পরে তাঁর শরীরে মারাত্মক ভাবে অ্যালার্জির প্রতিক্রিয়া হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।