#বার্লিন: গবেষকদের বিশ্বাস, ভ্যাকসিন তৈরি। এবার শুধু অপেক্ষা টেস্টিংয়ের।বুধবার জার্মান নিয়ন্ত্রক সংস্থা সেই কাজেই সবুজ সংকেত দিল জার্মান সংস্থা বায়োটেক ও মার্কিন সংস্থা জায়েন্ট পিজারকে।এই দুই সংস্থার যৌথ প্রচেষ্টা সফল হলে পৃথিবী পেয়ে যেতে পারে প্রথম করোনা ভ্যাকসিন।
আন্তর্জাতিক সংবাদসংস্থা প্রদত্ত তথ্য অনুযায়ী, আপাতত ১৮-৫৫ বছর বয়সি ২০০ জন সুস্থ মানুষের ওপর প্রাথমিক ভাবে চালান করা হবে এই ভ্যাকসিন। সাফল্য এলে এই ভ্যাকসিন পরীক্ষামূলক ভাবে চালান করা হবে গুরুতর অসুস্থ করোনা রোগীর দেহেও।
জার্মান স্বাস্থ্যমন্ত্রী জিন স্ফান বলছেন, "আমরা করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে পারছি এটা আশার কথা। তবে ভ্যাকসিনটি পরীক্ষায় সফল হলে বাজারে আসতে কয়েক মাস সময় লাগবে।"
অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি ভ্যাকসিনের ট্রায়াল শুরু হচ্ছে বৃহস্পতিবার। আজই এ কথা সরকারি ভাবে্ ঘোষণা করেছে ব্রিটেন। কোন ভ্যাকসিন সবার আগে বিশ্বজোড়া আক্রান্তের আরোগ্যে কাজে লাগে, তা দেখতেই অপেক্ষায় আবিশ্ব মানুষ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Covid 19 Vaccine, COVID19, করোনা ভাইরাস