• Home
 • »
 • News
 • »
 • coronavirus-latest-news
 • »
 • করোনা আবহে বাজারে ‘অ্যান্টি ভাইরাল’ কালেকশনের জামা ও মাস্ক আনল এই সংস্থা

করোনা আবহে বাজারে ‘অ্যান্টি ভাইরাল’ কালেকশনের জামা ও মাস্ক আনল এই সংস্থা

ভাইরাস রেসিসট্যান্স প্রপার্টি হিসেবে এই HeiQ Viroblock® ফ্যাব্রিকের অত্যন্ত সুনাম রয়েছে ৷

ভাইরাস রেসিসট্যান্স প্রপার্টি হিসেবে এই HeiQ Viroblock® ফ্যাব্রিকের অত্যন্ত সুনাম রয়েছে ৷

ভাইরাস রেসিসট্যান্স প্রপার্টি হিসেবে এই HeiQ Viroblock® ফ্যাব্রিকের অত্যন্ত সুনাম রয়েছে ৷

 • Share this:

  #কলকাতা: করোনা আবহে এখন জীবনযাত্রায় আমুল পরিবর্তন এসেছে সব মানুষেরই ৷ শপিং, আউটিং, পার্টি প্রায় নেই বললেই চলে ৷ শুধু যতটুকু প্রয়োজন, ততটুকুই বাইরে বেরনো ৷ শপিং মলে গিয়েও শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসই কিনছেন অধিকাংশ মানুষ ৷ যেখানে সেখানে যতক্ষণ খুশি ঘুরে বেড়ানোর দিন আর এখন নেই ৷ বেড়াতে যাওয়ার প্ল্যানিংও নেই ৷ এই অবস্থায় অধিকাংশ ব্যবসাই প্রবল ক্ষতির সম্মুখীন হচ্ছে ৷ কোভিড ক্রাইসিসে ঘুরে দাঁড়াতে প্রত্যেক সংস্থাই চাইছে নতুন কিছু করতে ৷ যা অন্তত মানুষের প্রয়োজনে লাগে ৷

  আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেডের ব্র্যান্ড পিটার ইংল্যান্ড ৷ ছেলেদের জন্য জামাকাপড় প্রস্তুতকারী সংস্থা হিসেবে এই ব্র্যান্ডের সুখ্যাতি রয়েছে সারা বিশ্বজুড়েই ৷ কোভিড আবহে এবার সংস্থার উপহার ‘অ্যান্টিভাইরাল’ কালেকশন ৷ যা ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে রক্ষা করতে অনেকাংশেই উপযোগী ৷ এর জন্য সুইৎজারল্যান্ডের সংস্থা HeiQ-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে পিটার ইংল্যান্ড ৷ উদ্দেশ্য একটাই, অ্যান্টি ভাইরাল জামাকাপড় তৈরি করা ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ফর্মাল, পার্টি ওয়্যার-সহ এই অ্যান্টিভাইরাল প্রযুক্তির মাস্কও তৈরি করছে তারা ৷

  ভাইরাস রেসিসট্যান্স প্রপার্টি হিসেবে এই HeiQ Viroblock® ফ্যাব্রিকের অত্যন্ত সুনাম রয়েছে ৷ অন্তত ২০ বার ধোয়া পর্যন্ত এই কাপড়ে তৈরি জামা অনায়াসেই পরা সম্ভব ৷ পাশাপাশি মাস্কগুলি ৩০ বার পর্যন্ত ধুয়ে পরা যাবে ৷

  Published by:Siddhartha Sarkar
  First published: