#উডিপি: ভয় পেয়েছিলেন করেনা সংক্রমণের৷ এতটাই ভয় পেয়েছিলেন যে আত্মহত্যার পথ বেছে নেন তিনি৷ ঘটনা কর্নাটকের উডিপি জেলার উপরোরের৷ করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তিনি৷ তাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন৷ ভীষণ ভীত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে নেন ওই ব্যক্তি৷
শরীরে কিছু উপসর্গও ছিল৷ তাই পরীক্ষাও করা হয়েছিল৷ তবে রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে পারেননি তিনি৷ তার আগেই নিজেরে শেষ করে দেন৷ আত্মহত্যা করেন৷ তবে তার মৃ্ত্যুর পর আসে রিপোর্ট৷ এবং সেখানে জানা যায় যে তার করোনা ভাইরাস হয়নি৷ অর্থাৎ তার শরীরে করোনার সংক্রমণ হয়নি, জানা গেল রিপোর্টে৷ কিন্তু সেটা জানার জন্য ওই ব্যক্তি আর বেঁচে থাকলেন না৷
The test report of a man
— Press Trust of India (@PTI_News) March 29, 2020
from Uppoor in Karnataka's Udupi district, who committed suicide fearing
he had contracted coronavirus, has returned negative
for the virus
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19