corona virus btn
corona virus btn
Loading

লকডাউনে ঘরে ঢুকল বিষধর সাপ ! করোনা আতঙ্কের মাঝেই সাপের আতঙ্ক ছড়াল গ্রামে

লকডাউনে ঘরে ঢুকল বিষধর সাপ ! করোনা আতঙ্কের মাঝেই সাপের আতঙ্ক ছড়াল গ্রামে

শিক্ষকের বাড়িতে বিষধর সাপ ঢুকেছে, এই খবর জানাজানি হতেই শোরগোল শুরু হয়।

  • Share this:

#মহিষাদল: করোনা নিয়ে আতঙ্কের শেষ নেই। করোনার কারনেই লকডাউনের জেরে যখন ঘরবন্দি মানুষজন। তখনই ঘরের মধ্যে বিষধর চন্দ্রবোড়া সাপ ঢুকে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়ায় মহিষাদল এলাকায়। স্থানীয় গোপালপুর হাইস্কুলের ইংরেজির শিক্ষক ব্রজগোপাল বর্মনের বাড়ির বারান্দাতেই আজ, বুধবার দুপুর নাগাদ একটি বিষধর চন্দ্রবোড়া সাপ ঢুকে পড়লে ভয়ে সিঁটিয়ে যান ওই পরিবারের লোকজন।

শিক্ষকের বাড়িতে বিষধর সাপ ঢুকেছে, এই খবর জানাজানি হতেই শোরগোল শুরু হয়। প্রথমে বারান্দা, পড়ে বেয়ে বেয়ে সরীসৃপটি বারান্দা থেকে বাড়ির অন্দরমহলে ঢুকে পড়ে। শোনা যায় সাপটির ফোঁস ফোঁস শব্দও। যা দেখে শিক্ষকের প্রতিবেশী এবং স্থানীয় মানুষজন চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। ফোন যায় বন দফতরের কাছে। লকডাউনের মধ্যেই ঘটনাস্থলে হাজির হন বনকর্মীরা। সাপ ধরার লোহার যন্ত্রের সাহায্যে ঘণ্টাখানেকের চেষ্টার পর ওই লোহার বেড়ি যন্ত্রের সাহায্যেই বিষাক্ত সাপটিকে বাক্সবন্দী করেন বনকর্মীরা। যা দেখে হাঁফ ছাড়েন স্থানীয় বাসিন্দারা।

যাঁর বাড়িতে সাপটি ঢুকেছিল, সেই শিক্ষক ব্রজবাবুর কথায়-একে করোনার ভয়, তার ওপর আবার বিষাক্ত সাপের উপদ্রব। খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। তবে সাপের গৃহপ্রবেশের এই ঘটনায় একা ওই শিক্ষক বা তাঁর পরিবারের লোকজন শুধু নন, বিষধরের হঠাৎ আগমনে স্থানীয় মহিষাদলের তেরপেখ্যা গ্রামের মানুষজন সকলেই ভয়ে আতংকিত হয়ে পড়েন। শেষমেশ বন দফতরের কর্মীরা এসে সাপটিকে ধরে নিয়ে বাক্সবন্দি করে ফেলায় চিন্তামুক্ত হন সকলেই। জানা গিয়েছে, ধরা পড়া বিষাক্ত চন্দ্রবোড়া সাপটিকে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

SUJIT BHOWMIK

First published: April 8, 2020, 5:48 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर