corona virus btn
corona virus btn
Loading

হটস্পট বলে চিহ্নিত এলাকায় রথযাত্রায় মানুষের মেলা! ভিডিও দেখে আঁতকে উঠবেন...

হটস্পট বলে চিহ্নিত এলাকায় রথযাত্রায় মানুষের মেলা! ভিডিও দেখে আঁতকে উঠবেন...

উল্লেখ্য, এই জেলা থেকে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে৷ যেখানে এই উৎসব পালন হল তার থেকে ৪ কিলোমিটার দূরে ওয়াদি শহরটি পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে৷

  • Share this:

#কালবুর্গি: কোথায় লকডাউন আর কোথায় সামাজিক দূরত্ব? সবকিছুকে অগ্রাহ্য করে রাস্তা ধরে চলল রথ৷ যা টানার জন্য প্রায় শ’খানেক লোক ছিলেন রাস্তায়৷ কর্ণাটকের কালবুর্গি জেলার চিত্তারপুর গ্রামের সিদ্দালিঙ্গম মন্দিরে রথ উৎসব ছিল৷ সেই উৎসবে সামিল হতে এসেছিলেন এত সংখ্যক মানুষ৷ সবাই মিলে একসঙ্গে রথ টানলেন৷ লকডাউনের সময় মানা হল না কোনও নিয়ম৷ কীভাবে এত মানুষ একত্রিত হতে পারলেন, তা নিয়েই উঠল প্রশ্ন৷ অভিযোগ যেমন উঠছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে, তেমনই অভিযোগ উঠছে মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধেও৷ যার জেরে ৫তলা উঁচু রথের দড়িতে টান দিয়ে সকলে মিলে সামাজিক দূরত্ব না মেনেই করলেন উৎসব পালন৷

আরও পড়ুন লকডাউনে বউ আটকে বাপের বাড়ি, 'যৌন তাগিদ'-এ প্রাক্তন প্রেমিকাকে বিয়ে...তারপর

উল্লেখ্য, এই জেলা থেকে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে৷ যেখানে এই উৎসব পালন হল তার থেকে ৪ কিলোমিটার দূরে ওয়াদি শহরটি পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, এই জেলাকেও হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে৷ তাহলে কীসের ভিত্তিতে এভাবে মানুষ জড়ো হলেন সেখানে? কেউ কেন তাদের আটকালেন না৷ এক সাংবাদিকের ট্যুইটে টনক নড়ে সকলের৷ এরপরই এই বিষয়ে খতিয়ে দেখা আশ্বাস দেওয়া হয়েছে৷

এই ভিডিওটি সামনে আসতেই নেট দুনিয়ায় উঠেছে ঝড়৷ মুখ খুলেছেন অভিনেত্রী রিচা চড্ডা৷ করোনার কোপে নিজের বিয়ে পিছিয়ে দিয়েছেন তিনি৷ তিনি বলছেন যার যে ধর্মই হোক এই সময় তা বাড়ি থেকে পালন করুন সকলে৷ দয়া করে ঈশ্বরকেও এই সময় একা থাকতে দেওয়া হোক বলেই অভিনেত্রীর আবেদন৷

First published: April 17, 2020, 1:20 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर