হোম /খবর /করোনা ভাইরাস /
বাসে ওঠার আগেও স্যানিটাইজার!‌ যাত্রী পরিবহনে তৈরি হচ্ছে উদাহরণ

বাসে ওঠার আগেও স্যানিটাইজার!‌ যাত্রী পরিবহনে তৈরি হচ্ছে উদাহরণ

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই উদ্যোগে খুশী যাত্রীরা

  • Share this:

#‌রায়গঞ্জ:‌করোনা ভাইরাসের হাত থেকে যাত্রীদের সুরক্ষিত রাখতে বিশেষ উদ্যোগ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। ডিপো থেকে গাড়ি ছাড়ার আগে যাত্রীদের স্যানিটাইজার দিয়ে পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছে সংস্থা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই উদ্যোগে খুশী যাত্রীরা।করোনা ভাইরাস সংক্রামণের হুলে বিদ্ধ ভারতের একাধিক রাজ্য। রাজ্যের মানুষকে এর থেকে মুক্ত রাখতে একাধিক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। করোনা ভাইরাসের আতঙ্কে অধিকাংশ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। সরকারি বাসে যাত্রী সংখ্যা দিন দিন কমছে। যাঁরা সরকারি বাসে যাতায়াত করছেন, তাই সেই সমস্ত যাত্রীদের সুরক্ষিত রাখার উদ্যোগ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। যাত্রীদের জীবানু মুক্ত রাখতে স্যানিটাইজার দিয়ে হাত পরিচ্ছন্ন করাচ্ছেন তাঁরা। সমস্ত যাত্রী স্যানিটাইজার হাতে নেওয়ার পরই ডিপো থেকে বাস ছাড়ছে। আইএনটিটিইউসি–র নেতা কৌশিক দে জানিয়েছেন, ‘‌জেলার মানুষ নিরাপদে সরকারি বাসে যাতায়াত করতে পারেন সেই লক্ষ্য নিয়েই সংস্থা এই উদ্যোগ নিয়েছে। প্রতিদিন গাড়ি পরিষ্কার করা, গাড়ি জীবানুমুক্ত করা ছাড়াও চালককের মাস্ক সরবরাহ করা হয়েছে। এবার যাত্রীদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের সুরক্ষিত রাখতেই স্যানিটাইজার সরবরাহ করা হচ্ছে। সুরজিৎ দে নামে যাত্রী জানালেন, ‘‌বাসে একসঙ্গে প্রচুর যাত্রী যাতায়াত করছেন। যাত্রীরা জীবানু মুক্ত থাকলে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।

Uttam Paul

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: Coronavirus, Sanitation, Westbengal