হোম /খবর /দেশ /
এয়ার ইন্ডিয়ার দিল্লি-লুধিয়ানা ফ্লাইটে এক যাত্রী করোনা পজিটিভ !

এয়ার ইন্ডিয়ার দিল্লি-লুধিয়ানা ফ্লাইটে এক যাত্রী করোনা পজিটিভ ! কোয়ারেন্টাইনে ৪০ জন

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানে থাকা মোট ৩৬ জন যাত্রী এবং ৪ জন বিমানকর্মীকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দেশে ডোমেস্টিক বিমান পরিষেবা পুনরায় চালু হতে না হতেই বিপত্তি ! মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার দিল্লি-লুধিয়ানা ফ্লাইটে এক যাত্রীর রিপোর্ট করোনা পজিটিভ আসার পরেই আতঙ্ক ছড়িয়েছে ৷ এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানে থাকা মোট ৩৬ জন যাত্রী এবং ৪ জন বিমানকর্মীকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৷

করোনা পজিটিভ ওই যাত্রী আদতে এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা অ্যালায়েঞ্জ এয়ারের নিরাপত্তা বিভাগের কর্মী ৷ তিনি টিকিট কেটেই অন্যান্য এদিন অন্যান্য যাত্রীদের সঙ্গে যাত্রা করেছিলেন বলে জানা গিয়েছে ৷ এয়ার ইন্ডিয়ার AI 9I837 দিল্লি-লুধিয়ানা ফ্লাইটে সফরকারি বাকি যাত্রীরা স্বভাবতই এখন আতঙ্কে রয়েছেন ৷

অপরদিকে, চেন্নাই-কোয়েম্বাটোর ইন্ডিগোর বিমানের এক যাত্রীরও করোনা পরীক্ষার নমুনা পজিটিভ এসেছে। বিমানের সব কর্মীদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Air India, Coronavirus, Coronavirus in India