হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বারাসতে লকডাউন শুরু বৃহস্পতিবার থেকে, কাল থেকে লকডাউন মধ্যমগ্রামে

বারাসতে লকডাউন শুরু বৃহস্পতিবার থেকে, কাল থেকে লকডাউন মধ্যমগ্রামে

Representative Image -- ANI

Representative Image -- ANI

বৃহস্পতিবার থেকে ৭ দিনের জন্য বারাসত শহরে আংশিক সময়ের জন্য লকডাউন শুরু হচ্ছে৷ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত লকডাউন চলবে৷ জরুরি পরিষেবার দোকান প্রয়োজনে খোলা থাকবে৷

  • Last Updated :
  • Share this:

#বারাসত: পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের তালিকায় কলকাতার পরেই উঠে এসেছে উত্তর ২৪ পরগনা জেলা৷ হাওড়া আগে দ্বিতীয় স্থানে ছিল৷ রাজ্য স্বাস্থ্য দফতরের সোমবার পর্যন্ত প্রকাশিত বুলেটিন অনুযায়ী, একদিনেই উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৬৩৷ এ হেন পরিস্থিতিতে বারাসতে ৭ দিনের আংশিক লকডাউনের ঘোষণা করল পুরসভা৷ একই সঙ্গে লকডাউন চলবে মধ্যমগ্রাম পুর এলাকাতেও৷

বৃহস্পতিবার থেকে ৭ দিনের জন্য বারাসত শহরে আংশিক সময়ের জন্য লকডাউন শুরু হচ্ছে৷ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত লকডাউন চলবে৷ জরুরি পরিষেবার দোকান প্রয়োজনে খোলা থাকবে৷ তবে বন্ধ থাকবে চা, পান, বিড়ির দোকানগুলি৷ একই সিদ্ধান্ত নিয়েছে মধ্যমগ্রাম পুরসভাও৷ আগামিকাল অর্থাত্‍ বুধবার থেকে মধ্যমগ্রাম পুর এলাকায় ৭ দিনের লকডাউন শুরু হচ্ছে৷

হাবড়ার মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর ডাকে বুধবার শুরু হচ্ছে লকডাউন৷ আজ অর্থাত্‍ মঙ্গলবার সব রাজনৈতিক দলগুলির বৈঠক ডেকেছিল পুর প্রশাসক মণ্ডলী৷ সেই বৈঠকেই লকডাউন শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়৷ একই সঙ্গে শহরের স্টেডিয়ামকে কোভিড হাসপাতালে পরিণত করা ও হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষদের জন্য সেফ হোম বানানোর বিষয়েও প্রস্তাব রাখা হয়৷

আজ অর্থাৎ সোমবারও পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১,৪৩৫ জন ছিল৷ সবচেয়ে আশঙ্কাজনক পরিস্থিতি কলকাতা ও উত্তর ২৪ পরগনায়৷

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়, বাংলায় এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৪৪৮ জন৷ কলকাতায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪১৮৷ উত্তর ২৪ পরগনা তার পরেই৷ এই জেলায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৩৬৩৷ শুরুর দিকে হাওড়ার সংক্রমণ ছিল কলকাতার পরেই। কিন্তু এখন হাওড়া চলে গিয়েছে তিন নম্বরে। দু’নম্বরে উঠে এসেছে উত্তর ২৪ পরগনা। উদ্বেগের বিষয় হল এই যে, কলকাতা বাদ দিয়ে বাকি তিন জেলার ক্ষেত্রে শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলেও সংক্রমণ ছড়াচ্ছে ব্যাপক হারে।

Published by:Arindam Gupta
First published:

Tags: Coronavirus, COVID19, Lockdown in Barasat, Lockdown in Madhyamgram