হোম /খবর /দেশ /
‘করোনা আক্রান্তকে বাঁচাতে আমার মাকে মেরে ফেলল হাসপাতাল !’

‘করোনা আক্রান্তকে বাঁচাতে আমার মাকে মেরে ফেলল হাসপাতাল !’

করোনার প্রকোপে গোটা বিশ্ব এখন তটস্থ ৷ গোটা দেশেই করোনা আক্রান্ত মানুষের চিকিৎসার জন্য দিনরাত এক করে চলেছেন দেশের লড়াকু চিকিৎসকরা ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনার প্রকোপে গোটা বিশ্ব এখন তটস্থ ৷ গোটা দেশেই করোনা আক্রান্ত মানুষের চিকিৎসার জন্য দিনরাত এক করে চলেছেন দেশের লড়াকু চিকিৎসকরা ৷ কিন্তু এই করোনার মাঝে শুধুমাত্র অবহেলার কারণে যে অন্য রোগীর প্রাণ চলে যাবে তা যেন বিশ্বাস করতে পারছেন না অনেকেই ৷ তবে এরকমটাই ঘটল সম্প্রতি দিল্লির লোকনায়ক হাসপাতালে ৷ করোনা রোগীর চিকিৎসার জন্য চিকিৎসার মাঝখানেই হাসপাতাল থেকে রীতিমতো বিতাড়িত হতে হল এক রোগীকে৷

লিভার সমস্যা নিয়ে সপ্তাহ দুই আগে হাসপাতালে ভর্তি হয় এক মহিলা ৷ চলছিল চিকিৎসা ৷ ছিলেন ভেন্টিলেশনে৷ মহিলার ছেলে সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘হঠাৎই হাসপাতালের তরফ থেকে জানানো হয়, আমার মাকে আর চিকিৎসা করা যাবে না ৷ কারণ, মায়ের বেডে করোনা আক্রান্ত রোগীকে ভর্তি করা হবে৷’

জানা গিয়েছে, এই ঘটনার পর মহিলার পরিবার দিল্লির অন্য হাসপাতালেও তাঁকে ভর্তি করার চেষ্টা করে ৷ তবে সব হাসপাতাল থেকেই বেডের সমস্যার কথা জানানো হয় ৷ শেষমেশ উপায় না পেয়ে, বাড়িতে রোগীকে নিয়ে আসা হলে, মৃত্যু হয় তাঁর ৷

মহিলার পরিবারের লোকজনের কথায়, হাসপাতাল কর্তৃপক্ষই এই মৃত্যুর জন্য দায়ী !

Published by:Akash Misra
First published:

Tags: Corona Virus, India