• Home
 • »
 • News
 • »
 • coronavirus-latest-news
 • »
 • পালঘরে নৃশংসভাবে পিটিয়ে সাধু খুনে ধৃত অভিযুক্ত করোনা পজিটিভ! ২৩ পুলিশকর্মী সহ ৪৩ লোক কোয়ারেন্টাইনে

পালঘরে নৃশংসভাবে পিটিয়ে সাধু খুনে ধৃত অভিযুক্ত করোনা পজিটিভ! ২৩ পুলিশকর্মী সহ ৪৩ লোক কোয়ারেন্টাইনে

প্রতীকী চিত্র৷ PHOTO- FILE

প্রতীকী চিত্র৷ PHOTO- FILE

 • Share this:

  #পালঘর: মহারাষ্ট্রের পালঘরে তিন সাধুকে পিটিয়ে হত্যার ঘটনায় ধৃত এক অভিযুক্তের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ৷ এই রিপোর্ট পাওয়ার পরই সংক্রমণের সন্দেহে ২৩ পুলিশকর্মী সহ মোট ৪৩ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৷ অসুস্থ হওয়ায় করোনা আক্রান্ত অভিযুক্তকে প্রথমে পালঘর গ্রামীণ হাসপাতালের আইসোলেশনে ভর্তি করানো হয়েছিল কিন্তু রিপোর্ট পজিটিভ আসায় তাকে কোভিড স্পেশাল ট্রিটমেন্ট্রের জন্য জেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷

  গত ১৬ এপ্রিল পালঘরে অন্ত্যেষ্টি ক্রিয়ায় যোগ দিতে লকডাউনে রাস্তায় বেরনো তিনসাধুকে নৃশংসভাবে হত্যা করে একদল মানুষ ৷ মহারাষ্ট্র পুলিশ ও সিআইডি তদন্তের পর পাঁচজন অভিযুক্তকে চিহ্নিত করতে সক্ষম হয় ৷ তৎক্ষণাৎ ওই পাঁচজনকে গ্রেফতার করা হয় ৷ এই পাঁচ অভিযুক্তের মধ্যেই একজনের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে ৷

  গ্রেফতারের পর ওই অভিযুক্ত এই কয়েকদিন বান্দ্রা পুলিশ স্টেশনের সেলেই ছিল ৷ ওই সেলে আরও ২০ অপরাধীও বন্দি ছিল ৷ মনে করা হচ্ছে জেলে থাকাকালীনই করোনা আক্রান্ত হন পালঘরের ওই অভিযুক্ত ৷ তার সংস্পর্শে আসা ২০ অপরাধী ও ২৩ পুলিশকর্মীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ উল্লেখ্য, পালঘরের ওই নৃশংস হত্যাকাণ্ডে অভিযুক্ত এই পাঁচ ব্যক্তি ছাড়াও পরে আরও ১১০ জনকে গ্রেফতার করে পুলিশ ৷ যার মধ্যে দু’জন নাবালক অভিযুক্তও আছে ৷

  Published by:Elina Datta
  First published: