করোনা মোকাবিলায় বিরাট অঙ্কের টাকা দান করলেন পাক ক্রিকেটাররা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, ‘‘পাকিস্তানের খারাপ পরিস্থিতিতে সব সময়ে এগিয়ে এসেছে পিসিবি।’’
#করাচি: ভারতের মতো করোনা ত্রাস এখন গ্রাস করেছে পাকিস্তানের ক্রিকেটারদেরও ৷ সেদেশেও পরিস্থিতি এখন ভয়ঙ্কর ৷ পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ৷ এই অবস্থায় নিজের দেশের সরকারকে সাহায্য করতে এগিয়ে এলেন পাক ক্রিকেটাররা ও পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷
করোনা মোকাবিলায় পাকিস্তানি মুদ্রায় ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন তাঁরা। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান সরকারের জরুরি তহবিলে তাঁরা অর্থ দান করবেন।
পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, ‘‘পাকিস্তানের খারাপ পরিস্থিতিতে বরাবরই এগিয়ে এসেছে পিসিবি। এই পরিস্থিতিতে আমরা সরকারকে সাহায্য করতে এগিয়ে এসেছি।’’
advertisement
Location :
First Published :
March 26, 2020 6:48 PM IST

