করোনা টিকা কোভিশিল্ডের শিশি প্রতি দাম ধার্য করা হল ২০০ টাকা
ভারতে করোনা টিকা কোভিশিল্ডের শিশি প্রতি দাম ২০০ টাকা
আগামী ১৬ জানুয়ারি থেকে ভারতে করোনা টিকাকরণ কর্মসূচি শুরু হবে৷ দেশে প্রতি শিশি কোভিশিল্ড বিক্রি হবে ২০০ টাকায়৷ জানিয়ে দিল সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই)৷ এই মর্মেই তাদের সঙ্গে ‘পারচেজ অর্ডার’-এ স্বাক্ষর করতে চলেছে কেন্দ্র৷ এমনটাই রিপোর্ট সংবাদ সংস্থা এএনআই-এর৷
#নয়াদিল্লি:আগামী ১৬ জানুয়ারি থেকে ভারতে করোনা টিকাকরণ কর্মসূচি শুরু হবে৷ দেশে প্রতি শিশি কোভিশিল্ড বিক্রি হবে ২০০ টাকায়৷ জানিয়ে দিল সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই)৷ এই মর্মেই তাদের সঙ্গে ‘পারচেজ অর্ডার’-এ স্বাক্ষর করতে চলেছে কেন্দ্র৷ এমনটাই রিপোর্ট সংবাদ সংস্থা এএনআই-এর৷
২০০টাকা করেই প্রথম ১০০ মিলিয়ন ডোজের দাম ধরা হয়েছে৷ শুরুতে ১১ মিলিয়ন কোভিশিল্ড ডোজ সরবরাহ করা হবে কেন্দ্রকে৷ এসআইআই-এর প্রধান আদার পুনাওয়ালা এনডিটিভি-কে জানিয়েছেন যে, ভারতের বেসরকারি বাজারে যখন কোভিশিল্ড পাওয়া যাবে, তখন প্রতি ডোজ করোনা টিকার দাম হবে ১০০০ টাকা৷
সপ্তাহখানেক আগেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি দুই করোনা টিকাকে (অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকা ও সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাকসিন) শর্তসাপেক্ষে এবং জরুরি ভিত্তিতেই ব্যবহারের অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ভিজি সোমানি৷
টিকাকরণ কর্মসূচিতে আনুমানিক ৩০ কোটি টিকা দেওয়া হবে প্রথমে৷ অগ্রাধিকার ভিত্তিতে আগে স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়া হবে৷ তারপর ৫০ বছরের উর্ধ্বের ব্যক্তিরা পাবেন এই টিকা এবং এর সঙ্গে পঞ্চাশের নীচে যাদের কো-মর্বিডিটি (সংখ্যাটা আনুমানিক ২৭ কোটি) রয়েছে তাদের টিকাকরণ কর্মসূচির আওতায় রাখা হবে৷
৬০০ মিলিয়ন ডোজের প্রয়োজন হবে কেন্দ্রের৷ জরুরি ভিত্তিতে বন্টনের জন্য এসআইআই ৫০ মিলিয়ন ডোজ মজুদ করেছে৷ মনে করা হচ্ছে মঙ্গলবার থেকেই এএসআই কেন্দ্রকে টিকা বন্টনের কাজ শুরু করে দেবে৷