#দার্জিলিং: উত্তরবঙ্গের জেলাগুলিতে রেকর্ড হারে করোনা ভাইরাস সংক্রমণ হচ্ছে৷ জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই লকডাউন শুরু হয়েছে৷ রেকর্ড সংক্রমণ দার্জিলিঙেও৷ গত ২৪ ঘণ্টায় দার্জিলিং জেলায় করোনা আক্রান্ত হল ১১০ জন৷ শিলিগুড়ি পুর এলাকায় আক্রান্ত ৭৯ জন৷ সব মিলিয়ে দার্জিলিঙে করোনা আক্রান্তের সংখ্যা ১১০০ ছাড়িয়ে গেল৷ আজ অর্থাত্ বৃহস্পতিবার থেকে টানা লকডাউন শুরু পুর এলাকায়৷
পয়লা জুলাই থেকে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর আওতাধীন সব হোটেল এবং হোম স্টে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দার্জিলিংয়ের হোটেল এমনিতেই খোলা রয়েছে, কিন্তু দর্শনীয় স্থানগুলি এতদিন বন্ধ ছিল। ১ জুলাই থেকে ধীরে ধীরে তা খোলা হচ্ছিল। কিন্তু আনলক পর্বে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বিপদ বাড়ল দার্জিলিংয়ের পর্যটন শিল্পের৷
করোনা সংক্রমণ ঠেকাতে কলকাতা-সহ ৫ শহরে কড়া লকডাউন শুরু হয়েছে৷ কলকাতা ও তার লাগোয়া কন্টেইনমেন্ট জোন, গোটা শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদহ, কোচবিহার ও রায়গঞ্জে সার্বিক ভাবে লকডাউন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Darjeeling, Lockdown