#নয়া দিল্লি: উপসর্গ ছাড়াই দেশে করোনা আক্রান্তদের সন্ধান পাওয়া যাচ্ছে। ১০০ জনের মধ্যে ৮০ জনেরই হয় সামান্য উপসর্গ রয়েছে, অথবা একেবারেই নেই। সোমবার সাংবাদিক বৈঠকে একথা জানাল আইসিএমআর।
#Alert - Out of 100 coronavirus patients, 80 per cent are asymptomatic or show mild symptoms: ICMR.
Live Updates: https://t.co/omDlJqGhfz pic.twitter.com/kg68rAtgin — CNNNews18 (@CNNnews18) April 20, 2020
শুধু ভারতে নয়, এর আগে পৃথিবীর বিভিন্ন প্রাণে এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। যেখানে দেখা গিয়েছে, রোগীর শরীরে তেমন কোনও লক্ষণই নেই কিন্তু করোনা পরীক্ষার পর ফল পজিটিভ এসেছে। উপসর্গহীন এই রোগীরাই করোনা সংক্রমণের বিষয়ে সবচেয়ে মারাত্মক হতে পারেন বলে জানিয়ে আসছে বিশেষজ্ঞমহল। এর আগে কেরলে একসঙ্গে দু’জন রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল, যাঁরা উপসর্গহীন, কিন্তু তাঁদের শরীরে করোনা রয়েছে। কিন্তু দেশ জুড়ে যে সেই প্রবণতা বেড়েছে, সেটা এদিন আইসিএমআরের কথাতেই স্পষ্ট।
স্বাস্থ্য মন্ত্রক এদিন সাংবাদিক বৈঠকে আরও জানিয়েছে, যাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন তাঁদের মধ্যে ১৫ শতাংশের অবস্থা জটিল হচ্ছে আর ৫ শতাংশের অবস্থা হচ্ছে আশঙ্কাজনক।
তবে এসবের পাশাপাশি আছে সুখবরও। দেশের ৫৯টি জেলা থেকে শেষ ১৪ দিনে নতুন করে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি। আর এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫৪৬ জন, শতাংশের বিচারে যা ১৪.৭৫ শতাংশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, ICMR