#লখনউ: লকডাউনে দেশের পরিযায়ী শ্রমিকদের দুর্দশার চিত্রটা দেখে এবার পরিযায়ী শ্রমিক নিয়োগ নিয়ে নতুন চিন্তাভাবনা শুরু করে দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷
গতকাল, রবিবার তিনি জানিয়েছেন, এবার থেকে কোনও রাজ্যের সংস্থা যদি উত্তর প্রদেশ থেকে পরিযায়ী শ্রমিকদের কাজে নিযুক্ত করতে চায়, তাহলে প্রথমে উত্তর প্রদেশ সরকারের অনুমতি নিতে হবে ৷ সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, যোগী মনে করেন পরিযায়ী শ্রমিকরা অন্যান্য রাজ্যে ঠিকঠাক মর্যাদা পান না ৷ তাদের যত্ন নেওয়া হয় না ৷ যা বোঝা গিয়েছে এই লকডাউনেই ৷
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতে, ‘‘ ওরা আমাদের রাজ্যের বাসিন্দা ৷ লকডাউনের পরে কোনও রাজ্য যদি ওদেরকে ফেরত নিতে চায় ৷ তাহলে তার জন্য উত্তর প্রদেশ সরকারের অনুমতি নিতে হবে ৷ যে কোনও রাজ্য বা সংস্থা পরিযায়ী শ্রমিক নিয়োগ করতে চাইলে তাদের পরিযায়ী শ্রমিকদের জন্য সমস্ত ব্যবস্থা করতে হবে ৷ তাদের যথাযথ দায়িত্ব নিতে হবে ৷ যা শ্রমিকদের অধিকারের মধ্যেই পড়ে ৷ ’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।