#কালনা: করোনার সংক্রমণ এবার কালনা মহকুমা হাসপাতালে। কালনা মহকুমা হাসপাতালের সুপার স্পেশালিটি উইংয়ে এক নার্স,স্বাস্থ্যকর্মী সহ তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। এই ঘটনার জেরে ওই বিভাগে পূর্ব নির্ধারিত সব অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জরুরি অস্ত্রোপচার ছাড়া সব ধরনের অপারেশন বন্ধ থাকবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। ইতিমধ্যেই হাসপাতালের সুপার স্পেশালিটি উইং জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কালনা শহরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় উদ্বিগ্ন প্রশাসন। গত ২৪ ঘন্টায় নতুন করে এই শহরে ৫ জন আক্রান্ত হয়েছেন। মহকুমা শাসক সুমন সৌরভ মহান্তি, পুলিশ ও পৌরসভা কর্তৃপক্ষকে নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। করোনার সংক্রমণে রাশ টানতে কী করনীয় তা নিয়েও আলোচনা হয়। আবার বিকেল থেকে সকাল পর্যন্ত একটানা শহরে লকডাউন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই সঙ্গে শহরের চকবাজার, ছোটদেউড়ি বাজারে ভিড় নিয়ন্ত্রণে বিধি নিষেধ আরোপ করা হচ্ছে৷ করোনা মোকাবিলায় ঠিক হয়েছে, একবেলা বাজার বসবে। বেলা ১১র মধ্যে বাজার বন্ধ করতে হবে। একদিন মাছ বিক্রেতা, অন্যদিন সবজি বিক্রেতারা বসবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, South bengal news