#কলকাতা: করোনা সংক্রমণ সারা দেশের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে বাংলাতেও ৷ সংক্রমণের মোকাবিলায় সরকারি কর্মচারীদের স্বাস্থ্যের কথা ভেবে নয়া গাইডলাইন জারি করল রাজ্য ৷ ৩১ জুলাই পর্যন্ত সব সরকারি অফিসে ৭০ শতাংশ নয়, আসবেন ৫০ শতাংশ কর্মী ৷ বৃহস্পতিবার নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এর আগে করোনা সংক্রমণের জন্য কর্মী হাজিরা কমিয়ে ৭০ শতাংশ করার কথা ঘোষণা করেছিল সরকার ৷ কিন্তু পরিস্থিতি আরও গম্ভীর হয়ে যাওয়ায় এবার কর্মী হাজিরা আরও কমিয়ে ৫০ শতাংশ করা হল ৷ একইসঙ্গে সব সরকারি দফতরে প্রতি সপ্তাহে স্যানিটাইজেশনের উপর গুরুত্ব দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী ৷ বর্তমান পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোমেই গুরুত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বেসরকারি অফিসগুলিকেও যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোম করার আর্জি জানিয়েছেন তিনি ৷
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যায় রাশ টানা যাচ্ছে না কিছুতেই। বরং রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের নিরিখে বৃহস্পতিবার নতুন করে রেকর্ড হল রাজ্যে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১৬৯০ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।
এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬,১১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২১,৪১৫ জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১০২৩ জনের। শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৩ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনা পরীক্ষা করা হয়েছে ৬,৪৯,৯২৮ জনের। রাজ্যে একসঙ্গে কাজ করছে ৫৪টি ল্যাব।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।