Coronavirus| হাওড়ায় ফের করোনা আক্রান্ত! এ বার RPF কনস্টেবলের COVID19 পজিটিভ
হাওড়ায় করোনা
উলুবেড়িয়ার আরপিএফ ব্যারাক সিল করে দেওয়া হয়েছে৷ ওই কনস্টেবল গত ২১ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে কোয়ারেন্টাইনে ছিলেন৷ মাস খানেক আগেই তিনি দিল্লি থেকে ফেরেন৷ তাঁর শরীরে করোনা ভাইরাস পজিটিভ৷
#উলুবেড়িয়া: কেন্দ্রীয় সরকারের করোনা হটস্পটের তালিকায় রয়েছে হাওড়া৷ দেশের ১৭০টি জেলাকে করোনা সংক্রমণের হটস্পট হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া-সহ এ রাজ্যের মোট চার জেলা। এহেন হাওড়ার উলুবেড়িয়ায় ফের করোনা সংক্রমণ৷ এ বার শিকার একজন আরপিএফ কনস্টেবল৷
West Bengal: Disinfectants are being sprayed outside M R Bangur Super Speciality Hospital in Kolkata. An Inter Ministerial Central Team is inspecting the hospital where COVID-19 patients are being treated. pic.twitter.com/We9L9fDOOf
উলুবেড়িয়ার আরপিএফ ব্যারাক সিল করে দেওয়া হয়েছে৷ ওই কনস্টেবল গত ২১ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে কোয়ারেন্টাইনে ছিলেন৷ মাস খানেক আগেই তিনি দিল্লি থেকে ফেরেন৷ তাঁর শরীরে করোনা ভাইরাস পজিটিভ৷
ইতিমধ্যেই করোনা সংক্রমণ ঠেকাতে হাওড়া পুর এলাকায় সব ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য৷ ব্যাঙ্ক বন্ধ রাখার আবেদন জানিয়েছিল এআইবিওসি। হাওড়া জেলায় করোনা সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নবান্ন সভাঘরে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে হাওড়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'হাওড়ার পরিস্থিতি কিন্তু খুবই স্পর্শকাতর।' জেলাশাসকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, '১৪ দিনের মধ্যে রেড থেকে অরেঞ্জ জোনে আনতে হবে হাওড়াকে।' হাওড়াবাসীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, ' খুব খারাপ জায়গায় এসেছে হাওড়ার পরিস্থিতি। সকলকে বলছি, রাস্তায় বেরোবেন না। দরকার হলে পুলিশ বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেবে। না হলে, হাওড়াকে আটকাতে পারব না।' হাওড়ায় গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করে 'প্রয়োজনে রাস্তায় সশস্ত্র পুলিশ' নামানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।