Home /News /coronavirus-latest-news /
#Coronavirus। জেলের মধ্যেও করোনা আতঙ্ক, নতুনদের ছোঁয়াচ এড়াতে একজোট পুরনো বন্দিরা

#Coronavirus। জেলের মধ্যেও করোনা আতঙ্ক, নতুনদের ছোঁয়াচ এড়াতে একজোট পুরনো বন্দিরা

জেলের মধ্যেও করোনা আতঙ্ক। PHOTO- FILE

জেলের মধ্যেও করোনা আতঙ্ক। PHOTO- FILE

প্রথমে কয়েকদিদের বোঝানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত তাঁদের দাবি মেনে নিয়েছে জেল কর্তৃপক্ষ।

  • Share this:

#কানপুর: করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে আমজনতা। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ না থাকলেও জেলের আবাসিকদেরও করোনা আতঙ্ক গ্রাস করেছে। তাই করোনা সংক্রমণ রুখতে নিজেদের মতো করেই উপায় বের করে নিলেন কানপুরের একটি জেলের আবাসিকরা।

কানপুর জেলের পুরনো বন্দিরা সাফ জানিয়ে দিয়েছেন, নতুন কোনও বন্দিদের সঙ্গে তাঁরা থাকতে রাজি নন। এই দাবিতেই পুরনো কয়েদিরা একজোট হয়েছেন। তাঁদের মতে, পুরনো কয়েদিদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেনি। কিন্তু নতুন কোনও কয়েদির শরীরে যদি করোনা ভাইরাস থাকে, তাহলে তা থেকে বাকিদেরও অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকছে।

প্রথমে কয়েকদিদের বোঝানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত তাঁদের দাবি মেনে নিয়েছে জেল কর্তৃপক্ষ। নতুন কয়েকদিদের জেলের মধ্যেই আলাদা ব্যারাকে থাকার ব্যবস্থা করা হয়েছে। এমন কী, আত্মীয় বা পরিচিতদের সঙ্গে দেখা করার জন্যও নতুন ও পুরনো কয়েদিদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। জেলে মাস্ক না পরে কোনও কয়েদি ঘুরতে পারবেন না বলেও নির্দেশিকা জারি করা হয়েছে। করোনা সতর্কতায় জেলের ভিতরে পরিষ্কার- পরিচ্ছন্নতার উপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে।

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Coronavirus, Kanpur