corona virus btn
corona virus btn
Loading

এবার কোয়ারেন্টাইনে গেলেন বর্ধমান ডেন্টাল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্সরা

এবার কোয়ারেন্টাইনে গেলেন বর্ধমান ডেন্টাল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্সরা

এবার হোম কোয়ারেন্টাইনে গেলেন বর্ধমান ডেন্টাল কলেজ হাসপাতালের ৩ চিকিৎসক সহ ৬ জন।

  • Share this:

#বর্ধমান: এবার হোম কোয়ারেন্টাইনে গেলেন বর্ধমান ডেন্টাল কলেজ হাসপাতালের ৩ চিকিৎসক সহ ৬ জন। সম্প্রতি এক চিকিৎসকের বাবার করোনা সংক্রমণ ধরা পড়ে। করোনা আক্রান্ত ওই চিকিৎসকের বাবা হাওড়া জেলার বাসিন্দা। ওই চিকিৎসক তাঁর বাবার সংস্পর্শে এসেছিলেন। এরপর ওই চিকিৎসক তাঁর কর্মক্ষেত্র বর্ধমান ডেন্টাল কলেজ হাসপাতালেও আসেন। তাঁর সংস্পর্শে আসায় তিন ডাক্তার এক নার্স সহ ছ জনকে হোম কোয়ারান্টিনে থাকার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্ধমান ডেন্টাল কলেজ সূত্রে জানা গিয়েছে, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩ চিকিৎসক। এছাড়া একজন নার্স, একজন টেকনিশিয়ান ও একজন চতুর্থ শ্রেণীর কর্মী রয়েছেন। এই ঘটনায় উদ্বিগ্ন হাসপাতালের অন্যান্য ডাক্তার নার্স ও কর্মীরাও। অন্যদিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চোদ্দ জন ডাক্তার নার্স ও স্বাস্থ্য কর্মীদের নমুনার রিপোর্ট নেগেটিভ এলেও তাঁদের কোয়ারেন্টাইন সেন্টারেই রাখা হয়েছে। কয়েক দিন পর পুনরায় তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হতে পারে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। তবে এখনও কাটোয়া মহকুমা হাসপাতালের সব চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মীর রিপোর্ট আসেনি। জেলা প্রশাসন জানিয়েছে, কাটোয়া মহকুমা হাসপাতালের আঠারো জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। অর্ধেকের বেশি জনের রিপোর্ট এসেছে। তাঁদের দেহে করোনার সংক্রমণ মেলেনি। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও কাটোয়া মহকুমা হাসপাতালের এই চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মীরা মুর্শিদাবাদের সালারের এক করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার নার্সদের নমুনা করোনা নেগেটিভ আসায় বাকিরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও ওই হাসপাতালের প্রসূতি বিভাগের দশ রোগীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বর্ধমান শহর লাগোয়া গাঙপুরের করোনা হাসপাতালের দুই রোগীর মৃত্যুর খবরেও উদ্বিগ্ন চিকিৎসকরা। ওই দুই মৃতের নমুনা করোনা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে। এই পরিস্থিতি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল, বর্ধমান ডেন্টাল কলেজ ও হাসপাতাল, বর্ধমান মেডিকেলের সুপার স্পেশালিটি উইং অনাময় হাসপাতাল নিয়মিত স্যানিটাইজ করানো হচ্ছে।

First published: April 23, 2020, 6:36 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर