#কলকাতা: রাজ্যে ফের করোনার কোপে স্বাস্থ্য কর্মী। করোনা আক্রান্ত বাড়ল আরজি করে৷ আক্রান্ত হলেন RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আরও এক নার্স । CCU-তে কর্মরত ওই নার্স। ৩ জন চিকিৎসক ও ৭ জন নার্সকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রত্যেকের লালারসের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
ক্রমেই বেড়ে চলেছে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা প্রতিরোধে লড়ছেন ময়দানে। দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এমনকি মৃত্যুও হচ্ছে অনেকের। তবু লড়াই থেমে থাকেনি।
দু'দিন আগেই করোনা আক্রান্ত হন টাটা ক্যানসার হাসপাতালের এক নার্স। তিনি মেঘালয়ের বাসিন্দা। স্বাস্থ্যদফতর সূত্রে জানা গিয়েছে, ওই নার্স নিউটাউনের বিই ব্লকে ভাড়া থাকতেন। তাঁর রুমমেটকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগ পিয়ারলেস হাসপাতালের দুজন চিকিৎসক, একজন নার্স এবং দুজন স্বাস্থ্যকর্মীর কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। স্বাস্থ্য কর্মীদের করোনা আক্রান্ত হওয়ার তালিকা নেহাত ছোট নয়। করোনা আক্রান্ত হয়েছেন করোনা ওয়ার্ডে কর্মরতা এমআর বাঙুরের নার্স, ক্রিটিকাল কেয়ার ইউনিটে কর্তব্যরত এনআরএস হাসপাতালের নার্স-ও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।