#মালদহ: পুজোর আবহে মালদহে ব্যাপক ভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। লাগাতার চারদিন মালদহে দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত হাজারেরও বেশি। যেভাবে এখনই ভিড় উপচে পড়েছে তাতে পুজোয় বিপদ ঘটাতে পারে করোনা, আশঙ্কা চিকিৎসকদের।
মাঝে বেশ কিছুদিন খানিকটা স্বস্তি মিললেও, করোনা পরিস্থিতি ফের ভয়াবহ চেহারা নিচ্ছে মালদহে। সংক্রমনে প্রায় প্রতিদিনই সেঞ্চুরি হাঁকাচ্ছে করোনা ভাইরাস। পুজোর বাজার থেকে শহরে প্রায় স্বাভাবিক জনজীবন দেখে বোঝার উপায় নেই এখন করোনা কাল। প্রতিদিনই দিনভর রাস্তায় লোকের ভিড় আর যানজট লেগেই থাকছে। সর্বত্রই সামাজিক দুরত্বের সর্তকতা উধাও। এমনকি অনেকে মাস্ক ছাড়াই দিব্যি পুজোর কেনাকাটা করতে বের হচ্ছেন।
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের তথ্য বলছে গত চারদিন মালদহে করোনা পরীক্ষা করেছেন এমন সন্দেহভাজন রোগীদের মধ্যে ১১ থেকে ১৬ শতাংশ পর্যন্ত রোগীর ক্ষেত্রে রিপোর্ট 'পজিটিভ' এসেছে। অথচ সেপ্টেম্বর মাসে পজেটিভ রোগীর পরিমান নেমে গিয়েছিল ৫ শতাংশের নীচে। কিন্তু গত কয়েকদিনে এই সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েই চলেছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক মালদহে করোনা পরিসংখ্যান--- ৮ অক্টোবর ৬০৫ জনের ১০৩ জন ( পজেটিভ) ৯ অক্টোবর ১০০১ জনের ১১৬ জন (পজেটিভ) ১০ অক্টোবর ১১১৪ জনের ১৩৫ জন (পজেটিভ) ১১ অক্টোবর ৬০৬ জনের ১০০ জন (পজেটিভ)
এই অবস্থায় উদ্বিগ্ন মালদা মেডিক্যাল কলেজের সহ অধ্যক্ষ তথা সুপার অমিত কুমার দাঁ। মালদহে যেভাবে করোনা রোগীর আনুপাতিক হার বাড়ছে তা উদ্বেগজনক বলে মত চিকিৎসকদের। আনলক ৪ (চার) এ এমনিতেই মাস্ক পড়া বা করোনা বিধি নিয়ে কোনো কড়াকড়ি বা নজরদারি নেই প্রশাসনে। এই অবস্থায় যেভাবে বাইরে ভিড় উপচে পড়ছে তা পুজোর কদিন বিপদ আরও বাড়াতে বলে সতর্ক করেছে মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। যদিও মালদা শহরের পুজোর বাজার ও ব্যস্ত রাস্তাগুলিতে সপ্তাহের প্রথম দিন ব্যাপক ভিড় লক্ষ করা যায়। মাস্ক না পড়ে বাইরে বার হওয়া নিয়েও মনগড়া বিভিন্ন অজুহাত দিচ্ছেন পথচারীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Maldah