#বীরভূম: বীরভূমের রামপুরহাট এলাকায় নতুন করে ২০ জন করোনা আক্রান্তের খোঁজ। বীরভূমে আরও ৬ আক্রান্তের হদিশ মিলেছে৷ এরা সকলেই পরিযায়ী শ্রমিক৷ মহারাষ্ট্র, চেন্নাই ছাড়াও বিভিন্ন রাজ্য থেকে এরা কয়েকদিন আগেই বীরভূমে ফিরেছিলেন। বীরভূমে তাদের লালারস সংগ্রহ করা হয়েছিল। বুধবার রিপোর্ট এসে পৌঁছেনোর পর জানা যায় যে প্রত্যেকেই করোনা পজেটিভ। তাদের চিকিৎসার ব্যবস্থা করছে বীরভূম জেলা প্রশাসন।
তাই রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ স্টেশনেই এদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে৷ কারণ এদের থেকে আরও বেশি করে ছড়িয়ে যাক করোনার প্রকোপ, একেবারেই চাইছে না প্রশাসন৷ অন্ধপ্রদেশের অনন্তপুরাম থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে ৬৬ জন নামলেন রামপুরহাট স্টেশনে৷ এদের মধ্যে ৬ জন বাচ্চা রয়েছে। বীরভূমের ৩৩ জন ও মুর্শিদাবাদের ৩৩ জন ছিলেন এই ট্রেনে। এদের মধ্যে বেশ কিছু মানুষ আছেন যারা চিকিৎসা করতে গিয়েছিলেন অন্ধপ্রদেশে৷ বাকি সকলে শ্রমিক। রামপুরহাট স্টেশনে প্রাথমিক চিকিৎসা করা হয় সকলের৷ পরে প্রশাসনের পক্ষ থেকে বাসে করে এদের সকলকে বাড়ি পাঠানো হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, Migrant Labours