#ওয়াশিংটন:অবশেষে প্রকাশ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন নিলেন নবনির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন । স্থানীয় সময় সোমবার ডেলাওয়্যার ক্রিস্টিয়ানা কেয়ার হাসপাতালে ভ্যাকসিন নেন ৭৮ বছর বয়সি প্রেসিডেন্ট। প্রতিশ্রুতি মতো পুরো অনুষ্ঠানটি টেলিভিশনে লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখানো হয়। সংবাদসংস্থা বিবিসি-র তরফ থেকে এই সংবাদ পাওয়া গিয়েছে।
প্রতিবেদনে জানা গিয়েছে, সোমবার ফাইজার ও বায়োএনটেক-এর ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন বাইডেন। ভ্যাকসিন নেওয়ার পর সকল আমেরিকাবাসীদেরও ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি জানান, ভ্যাকসিন নেওয়া যে উদ্বেগজনক নয় তা বোঝাতেই সর্বসমক্ষে ভ্যাকসিন গ্রহণ করেছেন তিনি। তিনি সকলকে বোঝাতে চান যে ভ্যাকসিন নেওয়া নিরাপদ। জানা গিয়েছে, তাঁর স্ত্রী আগেই প্রথম ডোজটি গ্রহণ করেছেন৷