#কলকাতাঃ বিয়েবাড়ি-সহ সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের। শুক্রবার যে কোনও সামাজিক অনুষ্ঠানে জমায়েতে এক্কেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু শনিবার ফের একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। সেখানে বলা হয়েছে, কোনও সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানের ক্ষেত্রেই ৫০ জনের বেশি জমায়েত করা চলবে না।করোনা সংক্রমণ রুখতে নতুন পদক্ষেপ রাজ্য সরকারের (West Bengal New Corona Guideline)৷
নয়া নির্দেশিকা অনুযায়ী, সামাজিক (Social), সাংস্কৃতিক (Cultural), শিক্ষা (Educational) সংক্রান্ত সেমিনার এবং বিনোদনমূলক (Entertainment) কোনও সামাজিক অনুষ্ঠানে বড় জমায়েত করা যাবে না। বিয়েবাড়ি বা কোনও অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন যোগ দিতে পারবেন। বিয়ের মরসুম চলছে, স্বাভাবিকভাবেই বিয়েবাড়িতে নিমন্ত্রতদের তালিকাও চূড়ান্ত করা হয়েছে, এমতাবস্থায় রাজ্যের নির্দেশ জারি হওয়ায় আতান্তরেপড়েছিলেন বর এবং কনের পরিবারের কর্তারা। তবে অন্তর ৫০ জন সঙ্গে নিয়ে বিওয়ে করা যাবে, এই নির্দেশ দেওয়ার কিছুটা হলেও খুশি তাঁরা। যদিও করোনা রুখতে নিজেদের সমস্যা সত্বেও রাজ্যের সিদ্ধান্তকে একযোগে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
এ দিকে, কোভিড বিধিনিষেধের সেই তালিকায় ছাড় দেওয়া হয়েছে মাংস ও মিষ্টির দোকানকেও। খোলা থাকবে কাঁচা মাংস ও মিষ্টির দোকান। এছাড়াও এই ছাড়ের তালিকায় রয়েছে, বিদ্যুৎ, হেল্থ কেয়ার, টেলিকম, পরিবহন ব্যবস্থা, মুদির দোকান-সহ আরও কিছু ব্যবস্থায় থাকছে ছাড়। তবে বাড়ির বাইরে পা দিলেই মাস্ক পরা বাধ্যতামূলক। এ ছাড়াও স্যানিটাইজারের ব্যবহার ও সোশ্যাল দূরত্ব মেনেও চলতে হবে। তবে রাজ্যের এই বিধিনিষেধের মধ্যে মিষ্টি ও কাাঁচা মাংসের দোকানকে না রাখায় কিছুটা হলেও স্বস্তিতে ব্যবসায়ীরা।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় নবান্ন থেকে জারি হওয়া নির্দেশিকায় রাজ্যের সমস্ত শপিং মল, বিউটি পার্লার, স্যুইমিং পুল, জিম, রেস্তোরাঁ, পানশালা, সিনেমা হল, স্পা, স্পোর্টস কমপ্লেক্স অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ পাশাপাশি, দোকান, বাজার খোলার সময়ও নির্দিষ্ট করে জানানো হয়েছে, সকাল ৭ থেকে বেলা ১০টা এবং দুপুর ৩টে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দোকান- বাজার খোলা থাকবে৷
SOMRAJ BANDYOPADHYAY
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus