#কলকাতা: করোনা ভাইরাসের আতঙ্ক এখন সর্বত্র ৷ পিছোতে পারে টোকিও অলিম্পিক্স ৷ এমন আশঙ্কা বেশ কিছুদিন ধরেই করা হচ্ছে ৷ ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে এ বছরের আইপিএল ৷ এই টুর্নামেন্টেও কি করোনার প্রভাব পড়বে ? বাতিল বা পিছিয়ে যাবে না তো টুর্নামেন্ট ? এমন অনেক আশঙ্কাই করা হচ্ছিল ৷ আইপিএলের গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, এমন আশঙ্কা আপাতত নেই ৷ নির্ধারিত দিনেই শুরু হবে আইপিএল ৷
মঙ্গলবার আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত করোনাভাইরাস নিয়ে আইপিএলে সমস্যা নেই। আমরা পুরো ঘটনার উপরে নজর রাখছি।’’ করোনা ভাইরাস এখন শুধুমাত্র চিন-জাপানই নয় ৷ ইরান, সিঙ্গাপুর-সহ ইউরোপের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে ৷ তবে এর প্রভাব আইপিএলে অন্তত পড়বে না বলেই মনে করা হচ্ছে ৷ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও এ বিষয় জানিয়েছেন, করোনা ভাইরাস নিয়ে কোনওরকম আলোচনাও হয়নি ৷ এর কোনও প্রভাবই পড়বে না আইপিএলে ৷ ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সূচি অনুযায়ী ভারতে চলে আসছে দক্ষিণ আফ্রিকাও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, IPL 2020