শিলিগুড়ি: গ্রাফ নামার লক্ষন খুঁজে পাচ্ছেন না চিকিৎসকেরা। এটাই স্বাভাবিক। কেননা হুঁশ ফিরছে না শহরের। একই অবস্থা পাহাড়েও। বিভিন্ন দলের রাজনৈতিক কর্মসূচীতেও স্বাস্থ্য বিধি উধাও! সেই গা ঘেঁষাঘেঁষি করে চললো কর্মসূচী। কোনো দলই এর বাইরে নয়। এমনকী ছাত্র সংগঠনও নয়।
যেখানে ভার্চুয়াল সভা করছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী। সেখানে জেলায় জেলায় শুরু হয়েছে রাজনৈতিক কর্মসূচি। হ্যাঁ, করোনাকে আপাতত সঙ্গে নিয়েই চলতে হবে ঠিকই। কিন্তু কোভিড প্রোটোকল মানতে অসুবিধেটা কোথায়? প্রশ্ন শহরবাসীর। বাজারঘাট থেকে মার্কেট, সিটি অটো থেকে টোটো, সর্বত্রই সেই একই ভিড়ে ঠাসা ছবি। তাহলে স্বাস্থ্য বিধি মানবে কে? আর এই ছবিই যদি হয় পাহাড় থেকে সমতলের, তাহলে আক্রান্তের গ্রাফ নামবে কোন উপায়ে? মুখে সচেতনতার কথা যারা বলছেন, পরামর্শ দিয়ে চলেছেন, তারাই ভাঙছেন কোভিড বিধি!
গত কয়েক দিনের শিলিগুড়িতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচী অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। অথচ কর্মসূচীর আগে নেতারা বলছেন, স্বাস্থ্য বিধি মেনেই কর্মসূচি পালিত হবে। এতে উদ্বেগে স্বাস্থ্য কর্তারাও। আর তাই আক্রান্তের সংখ্যা সামান্য নামলেও স্বস্তির নয়! গত ২৪ ঘন্টায় শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ড এবং দার্জিলিংয়ের পাহাড় ও সমতল মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭২ জন! এর মধ্যে পুর এলাকায় ২৩ জন। কিছুটা সংখ্যায় কমেছে। গ্রামীন চার ব্লকে আক্রান্তের সংখ্যা ২৭ জন। যার মধ্যে নকশালবাড়িতে ১৪ জন, মাটিগাড়ায় ১২ জন এবং এক আক্রান্ত খড়িবাড়ির বাসিন্দা। পাহাড়ে নতুন করে আক্রান্ত ২২ জন। এর মধ্যে সুখিয়াপোখরিতে ১২ জন। গত কয়েক দিন ধরে পাহাড়ী এই গ্রামীন এলাকায় সংক্রমণ ছড়াচ্ছে। সুকনায় ৮ জন এবং দার্জিলিং পুর এলাকায় ২ আক্রান্তের খোঁজ মিলেছে। অন্যদিকে সুস্থতার হার অপরিবর্তিত। প্রতিদিনই ভালো সংখ্যায় সুস্থ হয়ে উঠছেন আক্রান্তরা। এদিন শিলিগুড়ির দুই কোভিড হাসপাতাল এবং হোম আইশোলেশনে কোভিড জয় করেছেন ৭৭ জন! যা যথেষ্টই স্বস্তিদায়ক!
Partha Sarkar
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Siliguri