পুনে: করোনার ভাইরাসের নতুন রূপটি দেশের কয়েকটি রাজ্যে খুব দ্রুত হারে ছড়িয়ে পড়ছে৷ মারণ ভাইরাসে নতুন করে নাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্রকে৷ আরবসাগরের তীরবর্তী রাজ্যের দুই অন্যতম প্রধান শহর মুম্বই এবং পুনে৷ সেখানে প্রতিদিন পাল্লা দিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ পুনের বুকে কাঁপুনি ধরিয়েছে কোভিড-১৯৷
করোনার দাপটে পুনেতে জারি হল নাইট কারফিউ৷ প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত গৃহবন্দিই থাকবে পুনে৷ এমনকী স্কুল-কলেজও বন্ধ থাকবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত৷ এর আগে মহারাষ্ট্রের ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী বিজয় ওয়াদেত্তিয়ার বলেছিলেন যে, করোনার নয়া প্রজাতির সংক্রমণ রুখতে তাঁরা রাজ্য জুড়ে ১২ ঘণ্টা নাইট কারফিউয়ের কথা ভাবছেন৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বৈঠকে বসে এই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷ শুধু নাইট কারফিউই নয়, বিয়ের জন্য ভাড়া নেওয়া অনুষ্ঠান বাড়িতে করোনা বিধি কঠোর ভাবে মানা না হলে সেক্ষেত্রে দিতে হবে ১ লক্ষ টাকার জরিমানা৷ ৫০ জনের বেশি একজনকেও অনুমোদন দেওয়া হবে না৷
বিজয় ওয়াদেত্তিয়ার বলছেন, "সমগ্র বিদর্ভ অঞ্চলে করোনার নতুন প্রজাতির সংক্রমণ দেখা যাচ্ছে৷ নাগপুরে গত শুক্রবার আরও নতুন ৭৫০ জনের করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে৷ অমরাবতী, ওয়ার্ধা ও ইয়াভাতামলে আংশিক লকডাউন জারি করেছে সরকার৷ যদি নতুন কেসের সংখ্যা বাড়ে তাহলে সরকারকে আরও কঠোর হতে হবে৷ নাইট কারফিউয়ের পথে হাঁটতে হবে৷"
মন্ত্রী আরও বলছেন, "আমরা রাজ্য প্রশাসন, কালেক্টর ও মিউনিসিপ্যাল কমিশনারদের বলব অঞ্চলভিত্তিক লকডাউনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য৷ কারফিউ চলাকালীন বিয়ে বাড়ি, বাজার, মার্কেট ও প্রেক্ষাগৃহে যাতে জনসমাগম নিয়ন্ত্রণ করা হয়৷ মানুষ অত্যন্ত অসতর্ক হয়ে উঠেছে৷ করোনা বিধি বেনে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার জন্যই করোনার প্রকোপ বেড়েছে৷"