হোম /খবর /দেশ /
দেশের ৫৪ জেলায় নতুন সংক্রমণ ছড়ায়নি, করোনায় মৃত বেড়ে ৫১৯

দেশের ৫৪ জেলায় নতুন সংক্রমণ ছড়ায়নি, করোনায় মৃত বেড়ে ৫১৯

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব জানিয়েছেন, নন হটস্পট এলাকাগুলিতে পূর্ব ঘোষণা মতো সোমবার থেকে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ৫১৯৷ আক্রান্তের সংখ্যাও ১৬ হাজার ছাড়িয়ে গেল৷ কিন্তু তার মধ্যেও স্বস্তির খবর, দেশের ২৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪টি জেলাতে গত ১৪ দিনে নতুন কোনও সংক্রমণের খবর মেলেনি৷ করোনা নিয়ে উদ্বেগের মধ্যে আপাতত এই তথ্যই স্বস্তি দিচ্ছে কেন্দ্রীয় সরকারকে৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ন সচিব লব আগরওয়াল রবিবার এই তথ্য জানিয়েছেন৷ স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে দেশে আক্রান্তের সংখ্যা ১৬,১১৬৷ তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৩০২৷ গত চোদ্দ দিনে যে ৫৪টি জেলায় করোনা সংক্রমণের খবর মেলেনি বলে দাবি করা হচ্ছে, তাতে দশটি নতুন জেলাও রয়েছে৷যে দশটি নতুন জেলা তালিকায় রয়েছে সেগুলি হলো বিহারের সারন এবং গয়া, পঞ্জাবের ফতেহগড় সাহিব এবং রূপনগর, হরিয়ানার ভিবানি, হিসার এবং ফতেহাবাদ, অসমের কচার এবং লখিমপুর৷

স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব জানিয়েছেন, নন হটস্পট এলাকাগুলিতে পূর্ব ঘোষণা মতো সোমবার থেকে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে৷ তবে যে জেলা বা এলাকাগুলি রেড জোনে রয়েছে, সেখানে লকডাউনের কোনও নিয়মই শিথিল করা হবে না৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Lockdown