#নয়াদিল্লি: দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ৫১৯৷ আক্রান্তের সংখ্যাও ১৬ হাজার ছাড়িয়ে গেল৷ কিন্তু তার মধ্যেও স্বস্তির খবর, দেশের ২৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪টি জেলাতে গত ১৪ দিনে নতুন কোনও সংক্রমণের খবর মেলেনি৷ করোনা নিয়ে উদ্বেগের মধ্যে আপাতত এই তথ্যই স্বস্তি দিচ্ছে কেন্দ্রীয় সরকারকে৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ন সচিব লব আগরওয়াল রবিবার এই তথ্য জানিয়েছেন৷ স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে দেশে আক্রান্তের সংখ্যা ১৬,১১৬৷ তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৩০২৷ গত চোদ্দ দিনে যে ৫৪টি জেলায় করোনা সংক্রমণের খবর মেলেনি বলে দাবি করা হচ্ছে, তাতে দশটি নতুন জেলাও রয়েছে৷যে দশটি নতুন জেলা তালিকায় রয়েছে সেগুলি হলো বিহারের সারন এবং গয়া, পঞ্জাবের ফতেহগড় সাহিব এবং রূপনগর, হরিয়ানার ভিবানি, হিসার এবং ফতেহাবাদ, অসমের কচার এবং লখিমপুর৷
স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব জানিয়েছেন, নন হটস্পট এলাকাগুলিতে পূর্ব ঘোষণা মতো সোমবার থেকে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে৷ তবে যে জেলা বা এলাকাগুলি রেড জোনে রয়েছে, সেখানে লকডাউনের কোনও নিয়মই শিথিল করা হবে না৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown