#নয়াদিল্লি: ভারতে তৈরি করোনার ভ্যাকসিন এ বছর পাওয়া যাবে না। ভ্যাকসিন পেতে পেতে আগামী বছর। সংসদীয় স্থায়ী কমিটিকে এমনটাই জানিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। তবে, আগামী বছর কখন পাওয়া যাবে ভ্যাকসিন ? তা এখনও স্পষ্ট নয়। ফলে ধোঁয়াশা রয়েই গেল।
২ জুলাই আইসিএমআরের চিঠি। এই চিঠিতেই আশার আলো দেখা গিয়েছিল। ১৫ অগাস্টের মধ্যে করোনার ভ্যাকসিন পাওয়ার আশা। কিন্তু, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রক স্পষ্ট করে দিল, ১৫ অগাস্ট তো দূরের কথা, এ বছরেই মিলবে না করোনার ভ্যাকসিন।
শুক্রবার কংগ্রেসের জয়রাম রমেশের নেতৃত্বাধীন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয় সূত্রের খবর, মন্ত্রকের কর্তারা কমিটির কাছে স্পষ্ট করে দেন, ভারতে তৈরি করোনার ভ্যাকসিন এ বছর পাওয়া যাবে না। করোনার ভ্যাকসিন পেতে পেতে আগামী বছর কিন্তু, আগামী বছর কোন সময়ে তা এখনও স্পষ্ট নয়। ফলে ভারতে তৈরি ভ্যাকসিন কবে বাজারে আসবে তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। বিশ্ব জুড়েই বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরি করতে দিনরাত গবেষণা চালাচ্ছেন। অনেক প্রতিষ্ঠান ও সংস্থাই দাবি করছে, দ্রুত ভ্যাকসিন পাওয়া যাবে।
ভ্যাকসিন তৈরি করছে মার্কিন বহুজাতিক সংস্থা ফাইজার এবং জার্মান সংস্থা বায়োনটেক এসই এই দুই সংস্থার তৈরি ভ্যাকসিন এ বছর শেষেই বাজারে আসার ছাড়পত্র পেতে পারে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে এই খবর প্রকাশিত হয়েছে। যদিও বিশেষজ্ঞদের অনেকেরই দাবি, এ বছরেই করোনার ভ্যাকসিন হাতে পাওয়ার সম্ভাবনা কম। ভ্যাকসিন পেতে পেতে ২০২১।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Covaxin