#লন্ডন: এই প্রথমবার ! বিশ্বের কনিষ্ঠতম করোনা আক্রান্তের খোঁজ মিলল ৷ জন্মের সঙ্গে সঙ্গে সদ্যোজাতের শরীরে মিলল COVD 19 ৷লন্ডনের নর্থ মিডলসেক্স হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছিলেন এক যুবতী ৷ ডেলিভারির পরেই তার শরীরে নানারকম ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা যায় ৷ পরীক্ষা করতেই দেখা যায় শিশুটি করোনা ভাইরাস পজেটিভ ৷ শিশুটির মা আগে থেকেই নিউমনিয়ায় আক্রান্ত ছিলেন ৷ কিন্তু ডেলিভারির পরে দেখা যায় তিনিও COVD 19 পজেটিভ ৷ মা-শিশু দু’জনকেই পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা ৷ তবে হাসপাতাল সূত্রে খবর, দু’জনের অবস্থাই এখন স্থিতিশীল ৷ মা ও শিশুকে আলাদা ওয়ার্ডে রেখে চিকিৎসা করা হচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, London, Newborn Baby