ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের সময় পার্থক্য সাড়ে সাত ঘণ্টার৷ সেদেশ ইতিমধ্যেই বর্ষবরণ সেরে ফেলেছে৷ কিউয়ি ২০২১ কে স্বাগত জানিয়েছে চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনীতে৷
#ওয়েলিংটন: ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের সময় পার্থক্য সাড়ে সাত ঘণ্টার৷ সেদেশ ইতিমধ্যেই বর্ষবরণ সেরে ফেলেছে৷ কিউয়ি ২০২১ কে স্বাগত জানিয়েছে চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনীতে৷
নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম নির্বাচিত দেশগুলির মধ্যেই পড়ছে, যাদের ক্যালেন্ডার ৩১ ডিসেম্বর ২০২০ নয়, বলছে ১ জানুয়ারি ২০২১৷ নিউজিল্যান্ডের নতুন বছরকে এভাবে আমন্ত্রণ জাননোর অন্যতম একটা কারণ আছে৷ সম্প্রতি তারা দ্বিতীয়বারের জন্য করোনাকে হারিয়ে 'কোভিড-ফ্রি' দেশ হিসেবে বিশ্বের কাছে বার্তা দিয়েছে৷
ওয়েলিংটনে ওয়াটারফ্রন্টে বহু মানুষ একত্রিত হয়েছিলেন নতুন বছরকে স্বাগত জানানোর জন্য৷ সেলিব্রশনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে৷ মনে করা হচ্ছে এই নিউজিল্যান্ডের আতশবাজি প্রদর্শনী বিশ্বের মধ্যে সবচেয়ে বড়৷ কারণ অনান্য দেশগুলিকে করোনার সঙ্গেই লড়াই করতে হচ্ছে৷ অধিকাংশ ক্ষেত্রেই সেখানে ফেস্টিভ্যাল থেকে বিরত থাকতেই বলা হয়েছে৷
চলতি বছরের শুরুতে দুর্ধর্ষ জঙ্গি হামলায় কেঁপে গিয়েছিল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ। তার পরেই করোনার মতো মহামারী থাবা বসায় ওই দেশে৷ সারা বিশ্বের মতো নিউজিল্যান্ডেও কোভিড ১৯-এ হত্যালীলা চালাতে শুরু করে৷ যদিও খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নিউজিল্যান্ড সরকার। বিশ্বের প্রথম দেশ হিসেবে তারাই করোনা ভাইরাসকে জয়করে কিন্তু করোনা গিয়েও ফের ফিরে আসে। সেই পরিস্থিতি থেকেও নিউজিল্যান্ড বেরিয়ে আসে৷ সৌজন্যে সেদেশের প্রশাসন। বছর শেষে ফের একবার নিজেদের করোনা ভাইরাস মুক্ত দেশ বলে ঘোষণা করে নিউজিল্যান্ড।