#নিউ ইয়র্ক: নিউইয়র্কে সরকারি ভাবে করোনায় মৃতের সংখ্যা পৌঁছে গেল ৩২০২–এ। ৯/১১ জঙ্গি হামলায় সে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছিল ২৯৭৭। এবারে সেই মারণ হামলার সংখ্যাকেও পেরিয়ে গেল করোনা হামলার সংখ্যা। মঙ্গলবার নতুন করে ৭৩১ জনের করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। একদিন এই বিপুল সংখ্যার বৃদ্ধি রেকর্ড করেছে। আর নিউ ইয়র্ক স্টেটে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে সাড়ে পাঁচ হাজারে। কিন্তু আশার আলো একটাই। রোজ যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাঁদের সংখ্যা আস্তে আস্তে কমছে।
আমেরিকায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজারে। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৩ লক্ষ ৭০ হাজারে। আগামী এপ্রিল মাস জুড়েই সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের নিযম পালন করবে গোটা আমেরিকা। একটি মার্কিন সংবাদমাধ্যমে মার্কিন সার্জেন জেনারেল জেরম অ্যাডমস জানিয়েছেন, ‘মার্কিন নাগরিকরা জানেন অন্ধকারের শেষে একটা আলো থাকে। আমরা জানি, যদি সঠিক নিয়ম মেনে চলি, তাহলে আমরা সেই আলোর লক্ষ্যে পৌঁছে যাবো। আমরা আস্তে আস্তে কয়েকটি জায়গা খুলে দিতে শুরু করেছি।
গোটা বিশ্বে এখনও ১৩ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ৭৮ হাজার ২৬৯। যদিও হপকিনস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, এর কারণ অনেকাংশে সঠিক পরিমাণে পরীক্ষাই হয়নি। আর এখনও পর্যন্ত পৃথিবীতে রোগ সেরে গিয়েছে ৩ লক্ষের বেশি মানুষের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Americadeath, Coronavirus, Coronawolrdwide