#কলকাতা: বাজারের সময়ও নিয়ন্ত্রণ করল রাজ্য সরকার (Lockdown in West Bengal)৷ এ দিন রাজ্যের মুখ্যসচিবের ঘোষণা অনুযায়ী, সারা দিনে তিন ঘণ্টা বাজার খোলা থাকবে৷ সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বসবে বাজার৷ মুদি দোকানও খোলা থাকবে ওই তিন ঘণ্টাই৷ দুধ, মাছ, মাংসের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানগুলিও এই তিন ঘণ্টাই খোলা রাখা যাবে৷
সরকার এর আগে যে নির্দেশিকা জারি করেছিল, তাতে সকাল ৭টা থেকে ১০টার পাশাপাশি বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত বাজার খোলা থাকছিল৷ মুদি দোকানকে এই সময়সীমার আওতার বাইরে রাখা হয়েছিল৷ তবে যেভাবে রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে নতুন নির্দেশিকায় মুদি, দুধের দোকান খোলার ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হল৷ তবে রাজ্য সরকার জানিয়েছে, সমস্ত ধরনের অনলাইন পরিষেবা চালু থাকবে৷
রাজ্য সরকার জানিয়েছে, মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে৷ অন্যদিকে চশমা, ওষুধের দোকান যেহেতু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, তাই সেগুলিকে এই নির্দেশিকার আওতার বাইরে রাখা হয়েছে৷
রাজ্য সরকারের পক্ষ থেকে এ দিনই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করা হয়েছে৷ রবিবার সকাল ৬টা থেকে কার্যত লকডাউন জারি হচ্ছে রাজ্যে৷ আগামী ৩০ মে সন্ধে ৬টা পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Lockdown