হোম /খবর /দেশ /
ব্রিটেন থেকে ভারতে আসলে মানতে হবে কেন্দ্রের এই নতুন বিধি

ব্রিটেন থেকে ভারতে আসলে মানতে হবে কেন্দ্রের এই নতুন বিধি

ব্রিটেন থেকে ভারতে আসলে মানতে হবে কেন্দ্রের এই নতুন বিধি

ব্রিটেন থেকে ভারতে আসলে মানতে হবে কেন্দ্রের এই নতুন বিধি

ব্রিটেন থেকে ভারতে আসার পরেই বিমানবন্দরে হবে আরটি-পিসিআর কোভিড পরীক্ষা৷ যাঁদের রিপোর্ট পজিটিভ আসবে তাঁদের বাধ্যতামূলক ভাবে আলাদা করে আইসোলেশনে যেতে হবে৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: নয়া রূপের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্রিটেন থেকে ভারতে আসার সমস্ত বিমান বাতিল করেছে কেন্দ্র৷ ২২ ডিসেম্বর থেকে আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে ভারতে আসার সমস্ত বিমান বাতিল করা হয়েছ৷ কিন্তু এরপর যারা লন্ডন থেকে ভারতে আসবেন তাঁদের জন্য নতুন এসওপি (স্ট্যার্ন্ডাড অপারেটিং প্রসিডিওর) লাগু করল ভারত সরকার৷

ব্রিটেন থেকে ভারতে আসার পরেই বিমানবন্দরে হবে আরটি-পিসিআর কোভিড পরীক্ষা৷ যাঁদের রিপোর্ট পজিটিভ আসবে তাঁদের বাধ্যতামূলক ভাবে আলাদা করে আইসোলেশনে যেতে হবে৷ তাঁদের সহযাত্রীদের যেতে হবে সরকারি কোয়ারেন্টাইনে৷ স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক জানিয়েছে যে, তারা ইসিডিসি-র (ইউরোপিয়ান সেন্টার ফর ডিসিজ কন্ট্রোল) সঙ্গে কথা বলে জানতে পেরেছে যে, নতুন করোনার স্ট্রেন (প্রজাতি) আরও অনেক বেশি সংক্রামক এবং অপেক্ষাকৃত তরুণরা বেশি সংক্রামিত হচ্ছে৷ সরকারি বিবৃতিতে বলা হয়েছে, "করোনার এই পরিবর্তন ১৭টি ধাপে হচ্ছে৷ তার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন হচ্ছে সংক্রমণ, আগের থেকে অনেক বেশি সংক্রামক৷ সহজেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে৷

সরকার তার নির্দেশিকায় আরও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, নতুন এসওপি ভারতে আসা সেই সব আন্তর্জাতিক যাত্রীদেরও মানতে হবে, যারা শেষ চার সপ্তাহে (নভেম্বর ২৫ থেকে ডিসেম্বর ২৩) ব্রিটেনে গিয়েই এ দেশে আসছে৷ সকল যাত্রীকে শেষ ১৪ দিনের যাত্রার ইতিহাস লিখে স্বঘোষিত ফর্ম ভরতে হবে৷ তেমন মনে হলে তাদেরও আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে৷ পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসলে নতুন করোনার জন্য স্পাইক জেন-বেসড আরটি-পিসিআর পরীক্ষা হবে৷ পুরনো করোনা ধরা পড়লে সেক্ষেত্রে হোম আইসোলেশন ও অনান্য চিকিৎসা হবে৷

নতুন প্রজাতির করোনা ধরা পড়লে আক্রান্তকে আলাদা করে আইসোলেশনে রাখা ও অনান্য চিকিৎসার প্রটোকল মানতে হবে৷ ১৪দিন আইসোলেশন কাটানোর পর ফের একটা টেস্ট হবে৷ তারপরেও যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে ফের নমুনা পরীক্ষা করাতে হবে৷ ২৪ ঘণ্টার মধ্যে পরপর দু'বার রিপোর্ট নেগেটিভ আসা না পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে৷ এয়ারলাইন সংস্থাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে যে, যাত্রীদের যেন বিমানবন্দরে আসার আগেই নতুন এসওপি-র সম্বন্ধে জানিয়ে দেওয়া হয়৷

কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে গত চার সপ্তাহে (নভেম্বর ৫ থেকে ২৩ ডিসেম্বর) ব্রিটেন থেকে ভারতে আসা রাজ্য ভিত্তিক যাত্রীদের তালিকা প্রস্তুত করতে হবে৷ রাজ্যগুলিকে এই তথ্য থেকে ব্যুরো অফ ইমিগ্রেশন দেবে৷ ভবিষ্যতে ইন্টিগ্রেটেড ডিসিজ সার্ভিলেন্স প্রোগ্রামের জন্য যেন এই পরিসংখ্যান সার্ভিলেন্স দলের কাছে থাকে৷

Published by:Subhapam Saha
First published:

Tags: Corona